[প্রথমপাতা]

 

 

টোকিওতে সাংবাদিক-লেখক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

 


কমিউনিটি রিপোর্ট ।। অক্টোবর ২০, ২০১১ ।।

গত ১৬ই অক্টোবর টোকিওর তাবাতাতে বাংলাদেশ সাংবাদিক-লেখক ফোরাম জাপান এর সাধারণ সভা ও নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়। বাংলাদেশ সাংবাদিক-লেখক ফোরামের সভাপতি সজল বড়ুয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন।

বাংলা সাহিত্যের একাল-সেকালের উপর সংক্ষিপ্ত আলোচনার পর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পরবাস সম্পাদক কাজী ইনসানুল হক, ছড়াকার বদরুল বোরহান, সজল বড়ুয়া, হোসাইন মুনির, শরাফুল ইসলাম, জুয়েল আহসান কামরুল এবং জেড এম আবুসিনা।

সাহিত্য আলোচনায় বক্তারা বলেন সত্তুর এবং আশির দশকে তরুনদের মধ্যে যে রকম সাহিত্য প্রীতি ছিলো আজকাল ঠিক সেরকম উৎসাহ দেখা যায়না। একসময়ে ঢাকার বাইরেও কবিতা পাঠের আসরসহ নানান সাহিত্য নির্ভর অনুষ্ঠানে অংশগ্রহনকারীর কোন অভাব হতোনা। আজকাল খোদ ঢাকা শহরেও এমনটা দেখা যায়না।

পরে ফোরামের নতুন সদস্যদেরকে বরণ করে নেয়া হয়। বক্তরা সংগঠনের ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। 
 

[প্রথমপাতা]