প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

মর্যাদাপূর্ণ ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রদান 

    

ছবিঃ কাজী ইনসানুল হক। 

 

কাজী ইনসানুল হক ।। মে ২৮, ২০১৪ ।।

রাষ্ট্রীয় সফরে বর্তমানে জাপানে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার জাপানের মর্যাদাবান ওয়াসেদা বিশ্ববিদ্যায়ের প্রেসিডেন্ট, ফ্যাকাল্টি সদস্য ও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যুবসমাজের ক্ষমতায়ন নিয়ে এক বক্তৃতা প্রদান করেন।

প্রথমেই শেখ হাসিনাকে মঞ্চে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট উচিদা কাৎসুইচি। তিনি উল্লেখ করেন এই বিশ্ববিদ্যালয় থেকেই ১৯৯৭ সালে তাকে সম্মান সূচক ডক্টরেট অফ ল প্রদান করা হয়েছিলো। শেখ হাসিনাকে আজ আমাদের মাঝে পেয়ে মনে হচ্ছে আজ আমরা যোগ্য ব্যক্তিকেই সম্মান দিয়েছিলাম।


আসসালামুআলাইকুম ও গুড মর্নিং বলেই তাঁর বক্তব্য শুরু করেন। হল ভর্তি দর্শক ও শ্রোতা তাঁর ইংরেজিতে দেয়া বকৃতা একসাথে জাপানি ভাষায়েও শুনতে পান। প্রধানমন্ত্রী তার লিখিত ভাষণ পড়ে শোনালেও মাঝে মাঝে তার বাইরেও বক্তব্য দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বকৃতায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জাপানের সাধারণ মানুষের যে সহযোগিতা, এমনকি স্কুলের শিশুরা তাদের টিফিনের সামান্য অর্থ দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলো তার কথা উল্লেখ করেন। স্বাধীনতা যুদ্ধ শেষ হওয়ার অল্প পরে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার পর থেকে আজ অব্দি দেশ গঠনে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে জাপান। জাপান আমাদের পরীক্ষিত বন্ধু। গোটা বাংলাদেশ তা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে।

 

ছবিঃ কাজী ইনসানুল হক।


ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। যুদ্ধ ও ধ্বংসের পরিবর্তের শান্তি ও উন্নয়ন নিশ্চিত করে ভবিষ্যত প্রজন্মের জন্যে সুখী-সমৃদ্ধি শংকামুক্ত একটি বিশ্ব গোড়ে তোলার দায়িত্ব তোমাদের। নারীর ক্ষমতায়নের উপরও তিনি বিশেষ আলোচনা করেন।

বকৃতা শেষে প্রশ্নোত্তর পর্বে তিনি ও এই বিশ্ববিদ্যালয়ের একজন প্রবাসী বাংলাদেশি শিক্ষাকার প্রশ্নের জবাব দেন। প্রধানমন্ত্রী তাঁর চিরায়ত কৌতুক মিশ্রিত এই পর্বটি দর্শকরা উপভোগ করেন।

অনুষ্ঠান শেষে সমাবেত ছাত্রছাত্রীরা প্রধানমন্ত্রীর সাথে ছবি তোলেন। প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের সাথে খোলামেলা আলাপ করেন। সন্তানতুল্য এসব ছাত্রছাত্রীরা একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে এরকম সরল সাধারণ ব্যবহারে অভিভূত হয়ে পড়েন।

 

 
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে আগত প্রতিনিধি দল, মিডিয়ার কর্মীবৃন্দ ও এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বর্তমান ও সাবেক ছাত্রছাত্রীরা সহ প্রবাসী সাংবাদিক হিসেবে কমিউনিটি নিউজের উপদেষ্টা সম্পাদক উপস্থিত ছিলেন।
 

 

 

প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ ভাষণ শুনতে এখানে ক্লিক করুন

 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]