[প্রথমপাতা]

 

 

 

টোকিওতে সড়ক দুর্ঘটনায় খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক আহত
 

 

কমিউনিটি রিপোর্ট ।। জানুয়ারি ২৬, ২০১২ ।।

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও খাদ্যমন্ত্রী ডঃ মোঃ আব্দুর রাজ্জাক জাইকার আমন্ত্রনে ৪ দিনের সফরে গত ২৩ জানুয়ারি জাপান সফরে এসেছেন। বিমানবন্দরে জাপান শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালেহ মোঃ আরিফ ও বিশিষ্ট ব্যবসায়ী বাদল চাকলাদার সহ জাপান শাখা আওয়ামী লীগের অন্যান্য সদস্যরা তাকে স্বাগত জানান।

সেদিন সন্ধ্যায় টোকিওর হোটেল নিউ ওটানিতে বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখার সদস্যরা তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্ত্রীর সাথে আলাপ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, ছালেহ মোঃ আরিফ, সনত বড়ুয়া, মাসুদুর রহমান, খন্দোকার আসলাম হীরা, সলিমুল্লাহ কাজল, মোল্লা ওয়াহিদ ও হারুন।

এদিকে, গত মঙ্গলবার ২৪ জানুয়ারি দূতাবাসের কয়েকজন কর্মকর্তাসহ স্থানীয় একটি রেস্টুরেন্টে রাতের আহার শেষে ফেরার পথে তাদের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। জানা গেছে, গাড়িটি বের হবার সময় ডান দিক থেকে অপর একটি দ্রুতগামী গাড়ি তাদেরকে সজোরে আঘাত করে। এতে দূতাবাসের গাড়ি চালক সহ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ডঃ জীবন রঞ্জন মজুমদার এবং দূতাবাসের পলিটিকাল কাউন্সেলর মাসুদুর রহমান আহত হন। মন্ত্রী আব্দুর রাজ্জাক মাথায় আঘাত পান। দুর্ঘটনায় জনাব রাজ্জাক সংজ্ঞা হারান বলে জানা গেছে। তবে তার অবস্থা তেমন গুরুতর নয়।

মন্ত্রীকে টোকিও মেট্রোপলিটান হিরু হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, তিনি শংকা মুক্ত তবে তারা তাকে নিবিড় পর্যবেক্ষনে রেখেছেন।

বর্তমানে বাংলাদেশ সফরে থাকা জাপান শাখা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহফজুল হক লাল টেলিফোনে জাপান আওয়ামী লীগের সদস্যদের মন্ত্রীর প্রতি নজর রাখর অনুরোধ জানিয়েছেন। 
 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]