[প্রথমপাতা]

 

 

 

টোকিওতে বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম -জাপান'র উদ্যোগে সাহিত্য সভা অনুষ্ঠিত

   

New Page 2

   

 

কমিউনিটি রিপোর্ট ।। জুন ৩, ২০১৩ ।।

রোববার ২ জুন দুপুর ২টায় টোকিওর শিবুইয়া কুরিৎসু কিনরো ফুকুশি কাইকানে বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম -জাপান'র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে "সাহিত্য সভা"। ফোরামের নব নির্বাচিত সভাপতি জুয়েল আহসান কামরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন টোকিওর বাংলাদেশ দূতাবাসের বিদায়ী পলিটিক্যাল কাউন্সেলর মাসুদুর রহমান। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম -জাপান'র উপদেষ্টা মনজুরুল হক।

অনুষ্ঠানে উপস্থিত সাহিত্য প্রেমীরা স্বরচিত বা অন্যের লেখা পাঠ করে শোনান। পাশাপাশি বাংলা ভাষার ইতিহাস, উৎপত্তি, ভবিষ্যত গন্তব্য নিয়ে সকলের প্রাণবন্ত আলোচনায় মুখরিত হয়ে ওঠে সভাটি। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের সাহিত্য অনুবাদও শোনানো হয়।

সাহিত্য সভায় বক্তব্য রাখেন- মনজুরুল হক, মাসুদুর রহমান, ছালেহ মোঃ আরিফ, মিসেস দিলমাত আরা, কাজী ইনসানুল হক, বাকের মাহমুদ, এরশাদ উল্লাহ্‌, বেবী রানী কর্মকার, খন্দকার আসলাম হীরা, আব্দুর রহমান, শেখ ওয়াজির আহমেদ, মঈনুল ইসলাম মিল্টন, শাহনাজ আক্তার রানু, জসিম উদ্দিন, মইনুল শাওন, হুসাইন মুনির, সানাউল হক, আবু আশরাফ খাইরুল ইসলাম, মোঃ নাজিম উদ্দিন, বেলায়েত হোসেন তুহিন, গোলাম মাসুম, এস কে হারুন, নিহন আনান, আজগর সানি এবং জুয়েল আহসান কামরুল।

বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা মাসুদুর রহমান ও তার পরিবারকে এদিন সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানানো হয়।

রোববারের সাহিত্য সভায় প্রবাসীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। অনেকেই তাদের বক্তব্যে এ ধরণের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার অনুরোধ জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম জাপান'র সাধারণ সম্পাদক জেড এম আবুসিনা।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]