[প্রথমপাতা]

 

 

 

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করলো জাপান শাখা বিএনপি

 

New Page 2

 

কমিউনিটি রিপোর্ট ।। জুন ৪, ২০১২ ।।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম মৃত্যু বার্ষিকী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাপান শাখা। রোববার টোকিওর ইকেবুকুরোর তোশিমা কুমিন সেন্টারে বিএনপি ও এর অংগ সংগঠনগুলোর প্রায় শ'খানেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজী সাদেকুল হায়দার বাবলু, হায়্দার হোসেন, মিজানুর রয়মান মিজান, শহীদুল আলম, তৌহিদুল আলম রিপন, সিরাজুল কাদের, গোলাম মোর্শেদ মনি, ইসমাইল বিন আশরাফ, ফয়সাল সালাহউদ্দিন, মাসুদ রানা, মকবুল হোসেন, আমিন শরীফ লিটন, এ টি এম জামাল হোসেন, জসীম উদ্দিন, জাফরুল ইসলাম, মোবারক হোসেন হৃদয়, আশরাফুল ইসলাম সেলিম। ইসলামিক মিশন জাপানের পক্ষে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন রেজা, আব্দুল মোমেন, আজিজ রহমান শিমুল। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন পরবাস সম্পাদক কাজী ইনসানুল হক এবং মাসিক বাংলাদেশের সম্পাদক আতিকুর রহমান।

বক্তারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, সরকারের নির্যাতন আর মুখ বুঁজে সহ্য করা হবেনা। তারা তত্বাবধায়ক সরকারের পুনর্বহালের দাবি জানান।

দলের সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম রেজা দলের ঐক্যের প্রতি গুরুত্বআরোপ করেন। তিনি জানান জাপান শাখা বিএনপি দলে সমস্ত বিভ্রান্তি নিরসনে উদ্যোগ নেবে।

প্রধান অতিথি দলের উপদেষ্টা কাজী এনামুল হক ও দলের ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জল হোসেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সকলের বক্তব্যের পর জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মাদ নাসির উদ্দিন।

অনুষ্ঠানে মিডিয়া কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম, জাপান'র সভাপতি সজল বড়ুয়া, পরবাস সম্পাদক কাজী ইনসানুল হক, 'সাপ্তাহিক' এর টোকিও প্রতিনিধি রাহমান মনি, মাসিক বাংলাদেশ এর সম্পাদক আতিকুর রহমান এবং কমিউনিটি নিউজ এর সম্পাদক জেড এম আবুসিনা।
 

অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমগীর হোসেন মিঠু।


সবশেষে উপস্থিত সবাইকে আপ্যায়ন করা হয়।

৬০ আসন ধারনক্ষম অনুষ্ঠান হলটি বিএনপি সমর্থকদের আগমনে পরিপূর্ণ হয়ে ওঠে। পরবর্তীতে অনেকেই দাঁড়িয়ে ও টেবিলে বসে অনুষ্ঠান দেখেন।
 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]