প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

জেলহত্যা দিবস পালন করলো বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখা

 

 

  

কমিউনিটি রিপোর্ট ।। নভেম্বর ১৪, ২০১৫ ।।

যথাযথ মর্যাদা ও শ্রদ্ধা প্রদর্শনের মধ্যে দিয়ে টোকিওর তাবাতা চিইকি হলে গত ৮ নভেম্বর রোববার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখার উদ্যোগে জেলহত্যা দিবস পালন করা হয়। এ উপলক্ষ্যে আলোচনা সভায় দলের সভাপতি ছালেহ মোঃ আরিফের সভাপতিত্ব করেন এবং দলের সাধারণ সম্পাদক আসলাম হীরা সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
 


শুরুতে জাতীয় চার নেতার রুহের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা পর্বে বক্তব্য রাখেন যথাক্রমে - সলিমুল্লাহ কাজল, রহমান লিটন, সোহেল রানা, মোল্লা আলমগীর, জাকির জোয়ার্দার, আব্দুর রাজ্জাক, মাসুদ আলম, সনত বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কাজী মাহফুজুল হক লাল, মাসুদুর রহমান, বাদল চাকলাদার, কামরুল হোসেন লিপু, সিদ্দিক হোসেন সহ প্রচুর সংখ্যক আওয়ামী লীগ কর্মী।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুর রহমান। বক্তারা বলেন বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর তার রাজনৈতিক সহচর ও মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী জাতীয় ৪ নেতাকে কারগারের অভ্যান্তরে নির্মম ভাবে হত্যার মাধ্যমে খুনী মুশতাক গংরা দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছিলো কিন্তু সংগ্রামে অভ্যস্ত বাঙালি জাতি সে সুযোগ দেয়নি। বাঙালি জাতি প্রমান করেছে বেইমানের স্থান আস্তাকুঁড়ে। তবে তাদের প্রেতাত্মারা এখনো দেশটার সর্বনাশের চেষ্টায় আছে। সেটা প্রতিকার করতে হবে।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]