প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

বাংলাদেশ আওয়ামী লীগ, জাপান শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। অগাষ্ট ১১, ২০১৪ ।।

বাংলাদেশ আওয়ামী লীগ, জাপান শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার, ১০ অগাষ্ট, বিকেলে টোকিওর হিগাশি তাবাতা চিইকি শিনকোশিৎসু হলে বাংলাদেশ আওয়ামী লীগ, জাপান শাখা এক সংবাদ সম্মেলনে তাদের পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জাম ভূঁইয়া।

অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব পালন করেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক খন্দকার আসলাম হীরা। সহ-সভাপতি সনত কুমার বড়ুয়া'র বক্তব্যের পর মঞ্চে আসন গ্রহণ করেন, দলের সভাপতি ছালেহ মোঃ আরিফ, খন্দকার আসলাম হীরা এবং প্রধান অতিথি ড. বদিউজ্জামান ভূঁইয়া।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশে লঞ্চ ডুবি ও এক জাপান প্রবাসীর মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে বাংলাদেশ আওয়ামী লীগ, জাপান শাখার সভাপতি ছালেহ মোঃ আরিফ তাঁর বক্তব্যে নির্বাচনী প্রক্রিয়ার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি জানান, নবগঠিত কমিটিতে ৭১ জন সদস্য রয়েছেন। তিনি বলেন, দলের মোট সদস্যের সংখ্যা তিন শতাধীক, কাজেই সকলকেই খুশি করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, কমিটি গঠন করতে গিয়ে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে।

প্রধান অতিথি ড. বদিউজ্জামান ভূঁইয়া তাঁর বক্তব্যের শুরুতেই প্রবাসে এতো আওয়ামী লীগ সমর্থকদেরকে দেখে মুগ্ধ হয়েছেন বলে জানান। তিনি বলেন, আওয়ালী লীগ এশিয়ার অন্যতম পুরাতন রাজনৈতিক দল। একটি শিশু যেমন অভিভাবক বিহীন ভাবে ঠিক মত বেড়ে উঠতে পারে না, তেমনি বঙ্গবন্ধুকে হত্যার পর তিন বছরের নতুন দেশটিও দিক নির্দেশনা হীন হয়ে পড়ে। তিনি আওয়ামী লীগের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর বর্ণনা দেন।

ড. বদিউজ্জামান বলেন, এখনো প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা বিদেশে চাকুরি করেন, অফিস শেষে ট্রেনে করে বাসায় ফেরেন। অথচ সাবেক প্রধানমন্ত্রীর পূত্র কিনা দিব্যি আরাম-আয়েশে দিন কাটান, মাঝে মধ্যে উল্টা-পাল্টা বক্তব্য ছাড়েন -দুর্নীতির এরচেয়ে বড় প্রমান আর কি হতে পারে।

নবগঠিত কমিটি সম্পর্কে তিনি বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক প্রক্রিয়াতেই এই কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, আমাকে যখন অনুষ্ঠানে আমন্ত্রন জানানো হোলো আমি প্রথমেই কমিটি গঠন প্রক্রিয়াটি দেখে নেই। যদি এটি যথাযাথ না হতো তবে আমি কিছুতেই এই অনুষ্ঠানে উপস্থিত থাকতাম না। এটি আর এখন প্রস্তাবিত কমিটি নেই। এটি এখন নির্বাচিত কমিটি।

প্রধান অতিথির বক্তব্যের পর সভাপতি ছালেহ মোঃ আরিফ দলের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন। দলের সভাপতি পদে ছালেহ মোঃ আরিফ, সহ সভাপতি -সনত কুমার বড়ুয়া, বাদল চাকলাদার, হারুনুর রশীদ সহ ৯ জন। সাধারণ সম্পাদক মোঃ খন্দকার আসলাম হীরা, যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা ওয়াহিদ, মোঃ রায়হান কবির ভূঁইয়া ও মোঃ জাহিদ হোসেন। বিভিন্ন সম্পাদক ছাড়াও ৩৪ জনকে কার্যকরী সদস্য হিসেবে মনোনীত করা হয়। দলের সাবেক সভাপতি কাজী মাহফুজুল হক লালও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ থেকে প্রকাশিত "সাপ্তাহিক" এর জাপান প্রতিনিধি রাহমান মনি, কমিউনিটি নিউজের উপদেষ্টা সম্পাদক কাজী ইনসানুল হক এবং কমিউনিটি নিউজের সম্পাদক জেড এম আবুসিনা উপস্থিত ছিলেন। তারা নব গঠিত কমিটি সম্পর্কে বিভিন্ন প্রশ্ন রাখেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ সাংবাদিকদের এসব প্রশ্নের জবাব দেন।



পূর্ণাঙ্গ কমিটিঃ পাতা-১ | পাতা-২ |

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]