[প্রথমপাতা]

 

 

 

জাপানে জেলহত্যা দিবস পালিত

 

New Page 2

 

 

কমিউনিটি রিপোর্ট ।। নভেম্বর ৪, ২০১৩ ।।

জাপানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জেলহত্যা দিবস। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ -জাপান শাখা রোববার বিকেল ৫টায় টোকিওর তাবাতা চিইকি কিওশিৎসু হলে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ -জাপান শাখার সভাপতি ছালেহ মোঃ আরিফ। দলের সাধারণ সম্পাদক খন্দকার আসলাম হীরার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই এই দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিহত মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ এইচ এম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলী'র স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

তাদের রুহের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুক্তা চৌধুরি।


এরপর শুরু হয় বক্তৃতা পর্ব। এ পর্বে বক্তব্য রাখেন- দলের সভাপতি ছালেহ মোঃ আরিফ, সাবেক সভাপতি কাজী মাহফুজুল হক লাল, এম সোহেল, রফিকুল ইসলাম মুনির, রায়হান কবির সুমন, মাসুদুর রহমান, ড. শাহনেওয়াজ আলম, মোল্লা আলমগীর, জাকির হোসেন জোয়ার্দার, আব্দুর রাজ্জাক, অজিত বড়ুয়া, আলি ওদোরি, মোতালেব শাহ প্রিন্স, ড. শহিদুর রহমান, জুয়েল আহসান কামরুল, সুখেন ব্রম্ম, মোল্লা ওয়াহিদ, বাদল চাকলাদার, মানিক চৌধুরি, হারুনুর রশিদ এবং সলিমুল্লাহ্‌ কাজল।


অনুষ্ঠানে মিডিয়ার পক্ষ থেকে বক্তব্য রাখেন- কাজী ইনসানুল হক, আব্দুল ওয়াদুদ এবং গোলাম মাসুম। এছাড়াও উপস্থিত ছিলেন- রাহমান মনি ও আনিসুর রহমান।

বক্তরা ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়টিকে স্মরণ করে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ এ চারনেতাকে ১৯৭৫ সালের এ দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয়। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর সদ্য স্বাধীন দেশকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে স্বাধীনতা বিরোধী চক্র তাদের হত্যা করে। তারা যুদ্ধাপরাধীদের রায় দ্রুত কার্যকর করারও আহ্বান জানান। বক্তারা মহান মুক্তিযুদ্ধে এই চারনেতার ভূমিকার উপর আলোকপাত করেন।

শরতের হিমহিম পড়ন্ত বিকেলে শতাধিক প্রবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 
 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]