[প্রথমপাতা]

 

 

 

টোকিওতে প্রবাসীদের সাথে ডঃ ইউনুসের মত বিনিময়

 

 

কমিউনিটি রিপোর্ট ।। জুলাই ২০, ২০১০ ।।

জাপান সফররত ডঃ ইউনুস সোমবার সন্ধ্যায় টোকিওর ইম্পেরিয়াল হোটেলের কনফারেন্স রুমে জাপান প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। সভায় ডঃ ইউনুস জাপানে গ্রামীনব্যাংকের কর্মকান্ডের বিস্তারিত বিবরন তুলে ধরেন। তিনি এ দফায় তার জাপান সফরের মূল কারনগুলো প্রবাসীদের কাছে বর্ণনা করেন। গ্রামীন কিউশু বিশ্ববিদ্যালয়ের সাথে মেডিক্যাল রেকর্ড নিয়ে এক সাথে কাজ করে যাচ্ছে। তারা চেষ্টা করছেন এমন একটি ডিভাইস উদ্ভাবন করতে যা ব্যবহারের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে। ফলে এক জনকে অসুখ করলেই ছুটে যেতে হবেনা মেলা পরীক্ষা-নিরীক্ষা করতে। পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত রেকর্ডগুলোও রাখা থাকবে একটি ছোট চিপ এর মধ্যে। সেখানে পুরো পরিবারের তথ্যই থাকবে। সে তথ্যের কপি সংরক্ষিত থাকবে আরেকটি সার্ভারেও। ফলে মেডিক্যাল রেকর্ড হারিয়ে যাবেনা।

জাপানে বর্তমানে একটি হাসপাতালের রেকর্ড অন্য হাসপাতাল সহজে পাবার সুযোগ নেই। ফলে রোগীদের পুরো তথ্য পাওয়া মুশকিল। কিন্তু এক্ষেত্রে বাংলাদেশের এই প্রযুক্তি জাপানের চাইতে কিছুটা অগ্রসর।



 

ডঃ ইউনুস জাপানের জনপ্রিয় ক্যাজুয়াল পোশাক নির্মাতা ইউনিক্লোর সাথে সামাজিক ব্যবসা সম্পর্কে প্রবাসীদের অবগত করেন। তিনি বলেন, ইউক্লো বাংলাদেশে অন্যান্য যে সব বস্ত্রের দিকে নজর দিচ্ছে তার মধ্যে রয়েছে, উত্তরাঞ্চলীয় জেলাগুলোর জন্য খুবই কম খরচে শীতের পোষাক, গ্রামীন মহিলাদের জন্য অতি সল্প মূল্যে আন্ডারওয়্যার, রিক্সা চালক বা কৃষিকাজে নিয়োজিত লোকজনদের জন্য সস্তায় রেইনকোট ইত্যাদি।

ডঃ ইউনুস জানান, বিদেশি আরো কিছু উদ্যোগতারা বাংলাদেশে সামাজিক ব্যবসা সম্প্রসারনে আগ্রহী হয়ে উঠছে। সোমবার তার সাথে জাপানের বিশ্বকাপ দলের সদস্য নাকাদা সাক্ষাৎ করে আফ্রিকাতে অনুরূপ সামাজিক ব্যবসা সম্প্রসারনের উপায় নিয়ে আলোচনা করেন।

মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান ও জাপানের যুবরাজের সাথে তার সাক্ষাতের কথা রয়েছে।

প্রবাসী বাংলাদেশিরা পরে তাকে তার নেয়া উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন ডঃ ইউনুসের জন্য প্রবাসের সর্বত্র বাংলাদেশের নাম উজ্জল হয়েছে। প্রবাসীরা তাদের নিজস্ব কিছু ধ্যান ধারনা ডঃ ইউনুসের কাছে বর্ণনা করেন।

 
 

[প্রথমপাতা]