প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

সবার সহযোগিতায় অবশেষে শংকরের শবদেহ নিজ দেশে দাফন সম্পন্ন

 

 

কমিউনিটি রিপোর্ট ।। মার্চ ২৮, ২০১৮ ।।

জাপান প্রবাসীদের সার্বিক সহযোগিতায় জন গোমেজ এর শবদেহ অবশেষে বাংলাদেশে পৌঁছানোর পর ঢাকায় দাফন সম্পন্ন হয় ।

জাপান প্রবাসীদের পরিচিত মুখ সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জেরম গোমেজ এর ভগ্নিপতি গত ৮ মার্চ বিভিন্ন রোগে ভোগে ইবারাকিতে নিজ বাসস্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

দীর্ঘদিন রোগে ভোগে কারনে অনেকটাই কর্মহীন নিঃস্ব অবস্থায় মৃত্যুর কারনে তার শবদেহ বাংলাদেশে পাঠাতে আর্থিক সহায়তার প্রয়োজন দেখা দেয় ।

এই ব্যাপারে গত ১১ মার্চ কমিউনিটি নিউজ পোর্টাল-এ মানবিক সাহায্য চেয়ে একটি আবেদন প্রকাশিত হলে জাপান প্রবাসীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায় । দলমত , ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকেই এগিয়ে আসেন । সহযোগিতার হাত বাড়ায় টোকিওস্ত বাংলাদেশ দূতাবাস ।

পুলিশি ক্লিয়ারেন্স শেষে অবশেষে গত ২০ মার্চ দিবাগত রাতে শবদেহ বাংলাদেশের উদ্দেশ্যে জাপান ত্যাগ করে ২১ মার্চ  বাংলাদেশে পউছে। ধর্মীয় রীতি মেনে সব আনুষ্ঠানিকতা শেষ করে ১২ মার্চ ঢাকায় দাফন কার্য সম্পন্ন করা হয় ।

জেরম গোমেজ এবং জন গোমেজ শংকর এর পরিবারের পক্ষ জাপান প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানানো হয়।

অর্থ সংগ্রহ করার দায়িত্বে থাকা বিমান কুমার পোদ্দার সুত্রে জানা যায় , জাপান পোস্ট একাউন্টে অর্থ পাঠানো অনেকের ই পূর্ণ নাম না আসা জনিত কারন বশত এবং দাতাদের অনেকেই নাম প্রকাশ না করার শর্তের কারনে পূর্ণ তালিকা দেওয়া সম্ভব হচ্ছে না ।

উল্লেখ্য , উত্তরণের ফজলুল হক রতন জাপান পুলিশ এবং হাসপাতাল কতৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন ।

এছাড়াও মৃত দেহ বাংলাদেশে পাঠানোর জন্য রাহমান মনি এবং ব্যাবসায়ী এমডি এস ইসলাম নান্নু মৃতদেহ প্রেরণকারী কোম্পানির সাথে যোগাযোগ করে সহযোগিতার হাত বাড়ান।

সার্বিক সহযোগিতার জন্য বিমান কুমার পোদ্দার এবং ফজলুল হক রতন সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]