প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

জাপানের গ্যালারীতে চলছে বাংলাদেশী শিল্পীদের চিত্র প্রদর্শনী

 

 

কমিউনিটি রিপোর্ট ।। এপ্রিল ২৮, ২০১৮ ।।

বাংলাদেশী একদল তরুণ শিল্পীদের চিত্র প্রদর্শনী চলছে টোকিওর গ্যালারীতে । শিনজুকুর "দ্যা সাতো মিউজিয়াম অফ আর্ট গ্যালারি" তে ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া 'গাশ' নামে এই চিত্র প্রদর্শনী চলবে আগামী ১ মে ২০১৮ প্রদর্শনীটি শিনজুকু গি্য়োয়েন সংলগ্ন জেআর সেনদাগায়া স্টেশন থেকে ৫ মিনিট পায়ে হাঁটার দূরত্বে গ্যালারীটির ৩টি ফ্লোর জুড়ে প্রদর্শনীটি চলছে ।

এতে ১৩ জন তরুন শিল্পী'র ৭৫ টি চিত্র কর্ম স্থান পেয়েছে । যাদের সবার বয়স ৩০ এর নিচে । তারা হচ্ছেন রাজিব হোসেন ভুঁইয়ান , অপরাজিতা রহমান , মেহেনাজ তাবাসসুম , সুস্মিতা সাহা রিমি , আখিনুর বিনতে আলী , জাকিয়া আহমেদ ঝুমা , নুসরাত জাহান লাকী , আরিফা সুলতানা , ফেদেয়া শাহনাজ , নির্মল অধিকারী ,জিন্নাতুন জান্নাত , মাহমুদা সিদ্দিকা , হৃদি আরিদ্রা আহমেদ ।

৭৫টি শিল্প কর্মের মধ্যে ১৪টি রয়েছে কারু শিল্প । যার মধ্যে বিভিন্ন টাইটেল –এ ১০ টি কারু শিল্প রয়েছে হৃদি আরিদ্রা আহমেদ এর । বাকী ৪ টি মাহমুদা সিদ্দিকার । চিত্র শিল্পের মধ্যে সর্বাধিক ৭ টি চিত্র শিল্প স্থান পেয়েছে সুস্মিতা সাহা রিমি'র ।

মিট দ্যা আর্টিস্ট এর আওতায় জাপানিজ চিত্রশিল্পী নিশি ইয়োশিমি'র আমন্ত্রনে এবং তত্ত্বাবধানে পৃষ্ঠ পোষকতায় শিল্পীদের এই দল টি ৭ এপ্রিল ইবারাকি কেন এর কাসামা দিয়ে তাদের সফর শুরু করেন । সেখানে ১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ৬ দিন ব্যাপী প্রথম প্রদর্শনী করেন । এরপর ১৫ এপ্রিল টোকিও আসেন ।

নিশি ইয়োশিমি ২০১২ সালে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারকলা বিভাগে একটি ওয়ার্কশপ করেন । সেখানে যোগ দিয়েছিলেন বেশ কিছু শিক্ষার্থী চিত্রশিল্পী । বর্তমানে অংশ নেয়া রাজিব , জিন্নাতুন , অপরাজিতা , আরিফা , জাকিয়া , নুসরাত , আখি , সুস্মিতা , হৃদি , নির্মল , মেহনাজ , ফেদেয়া এবং মাহমুদা সহ আরো বেশ কয়েকজন শিক্ষার্থী । নিশি তাদের আগ্রহ দেখে অনুপ্রানিত হন । তাদের মধ্যে যোগাযোগ চলতে থাকে । ২০১৬ সালে নিশি শিক্ষার্থীদের জাপানে তাদের চিত্র প্রদর্শনী করার সুযোগের কথা জানান ।

নিজেদের মধ্যে লিয়াজো করে ২০১৭ সালে তাদের সম্মতির কথা জানান দিলে নিশি বাকী সব কর্ম সম্পন্ন করেন । এগিয়ে আসে আসাহি শিনবুন ফাউন্ডেশন ।

১৯ এপ্রিল উদ্ভোধনী অনুষ্ঠানে মান্যবর রাষ্ট্রদূত রাবাব ফাতিমা উপস্থিত থেকে শিল্পীদের উৎসাহ প্রদান সহ দূতাবাসের পক্ষে সম্ভব সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ।

আগত শিল্পীরা প্রবাসীদের প্রদর্শনীটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]