প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

আওয়ামীলীগ জাপান শাখার ইফতার মাহফিল

 

 

কমিউনিটি রিপোর্ট ।। মে ২১, ২০১৮ ।।

জাপান প্রবাসীদের ইফতার সংস্কৃতি বেশ পুরনো । প্রতি বছর পবিত্র রমজান মাস আসলেই শুরু হয় ইফতার মাহফিল এর আয়োজন । প্রথম দিকে ঘরোয়া ভাবে হলেও এখন বৃহত্তর পরিসরে এবং সকলের জন্য উন্মুক্ত রেখে ।

বিভিন্ন রাজনৈতিক দল , আঞ্চলিক সংগঠন সমুহ , মসজিদ সমুহ এমন কি অন্যান্য সংগঠন গুলিও ইফতার মাহফিল এর আয়োজন করে থাকে ।

জাপানে এবছর প্রথম ইফতার মাহফিল – এর আয়োজনটি ছিল বাংলাদেশ আওয়ামীলীগ জাপান শাখার ।

২০ মে ২০১৮ রোববার টোকিওর অজি হোকু তোপিয়া স্কাই হলে আয়োজিত ইফতার মাহফিলে প্রবাসীদের ঢল নামে। মৌসুমের প্রথম ইফতার মাহফিল হওয়াতে প্রবাসীদের উৎসাহটাও একটু বেশিই ছিল। এছাড়া এদিন অন্য কোনো বড় আয়োজন ছিল না। টোকিওর প্রাণকেন্দ্র এবং যোগাযোগ ব্যাবস্থা সুবিধার জন্য অতিথিদের ঢল নামে । এক পর্যায়ে স্থান দিতে আয়োজকদের হিমসিম খেতে হয় ।

তার অন্যতম কারন, আরিফ-হিরা নেতৃত্বে আসার পর নিয়মিতভাবে আওয়ামী লীগ ইফতার মাহফিলের আয়োজন করে আসছে এবং দিন দিন সাধারণ প্রবাসী যারা রাজনীতির সঙ্গে জড়িত নন তারাও আরিফ-হিরাদের ইফতার মাহফিলে যোগ দিচ্ছেন। কারণ, আরিফ জাপান প্রবাসীদের কাছে ক্লিন ইমেজের একজন সজ্জন হিসেবেই অধিক পরিচিত। সমাজের যে কোনো গঠনমূলক কাজে তার সক্রিয় অংশগ্রহণ থাকে এবং সরকারি দল হলেও আরিফ দূতাবাসে কোনো অযাচিত হস্তক্ষেপ কিংবা তদবিরের খাতায় নাম লিখেননি। আঙ্গুল ফুলে কলাগাছও হননি।

ইফতার মাহফিলে কোনো রাজনৈতিক বক্তব্য দেয়া হয়নি। শুধুমাত্র পবিত্র কোরানের আলোকে রমজান মাসের ফজিলতের উপর বয়ান দেন শিন মিসাতো মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আরাফাত উল্লাহ । তিনি মাগরিব নামাজেও ইমামতি করেন ।  
 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]