প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

দক্ষিন বাংলা আয়োজিত ইফতার মাহফিল

 

 

কমিউনিটি রিপোর্ট ।। জুন ১২, ২০১৮ ।।

টোকিও শহরে এই প্রথমবারের মতো আয়োজিত হলো দক্ষিন বাংলা'র ব্যানারে ইফতার মাহফিল । বৃহত্তর খুলনা কমিউনিটি জাপান , বৃহত্তর বরিশাল সোসাইটি জাপান এবং বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশন জাপান এর সম্মিলিত উদ্যোগে –এ আয়োজনে প্রবাসীদের মধ্যে বেশ সাড়া ফেলে ।

১০ জুন ২০১৮ রোববার কিতা সিটি অউজি হোকু তোপিয়া কানারিয়া এবং স্কাই হল –এ বৃহত্তর খুলনা ( কুষ্টিয়া , খুলনা , চুয়াডাঙ্গা , ঝিনাইদাহ , নড়াইল , বাগেরহাট , মাগুরা , মেহেরপুর , যশোহর , এবং সাতক্ষীরা জেলা সমূহ ) , বৃহত্তর বরিশাল ( বরিশাল , পটুয়াখালী , ভোলা , পিরোজপুর , বরগুনা এবং ঝালকাঠি জেলা সমূহ ) এবং বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশন জাপান ( ফরিদপুর , মাদারীপুর , শরীয়তপুর , গোপালগঞ্জ , রাজবাড়ী জেলা সমূহ ) মোট ২০ টি জেলার সমন্বয়ে ইফতার মাহফিল –এ বাংলাদেশের ৬৪ টি জেলার সর্বস্তরের প্রবাসীরা অংশগ্রহণ করেন ।

এ ছাড়া বাংলাদেশ দূতাবাসের ইকনোমিক মিনিস্টার ডঃ সাহিদা আকতার, কাউন্সেলর জাকির হোসেন ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দও ইফতার মাহফিলে যোগ দেন।


মৌসুমের প্রথম তাইফুন-এর বৈরী আবহাওয়া সত্বেও অউজি হোকু তোপিয়া হলে প্রবাসীদের ঢল নামে । ৬০ জন স্বেচ্ছাসেবী থাকা সত্বেও এক পর্যায়ে আয়োজকদের হিমসীম খেতে হয় । বাধ্য হয়েই তারা হলের করিডোরে আসন বিন্যাস করেন ।

ইফতার পূর্ব কোরআন ও হাদিসের আলোকে দৈনন্দিন জীবনে রোজার মাহাত্ম্য গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে ধর্মীয় বয়ান করেন হিগাশি জুজো মদিনা মসজিদের ইমাম মাওলানা নাজির আহমেদ।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]