|
বাংলাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে টোকিওতে মানববন্ধন
কমিউনিটি রিপোর্ট ।। আগষ্ট
৬, ২০১৮ ।।
বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় দুইজন শিক্ষার্থী নিহত হওয়াকে কেন্দ্র করে নিরাপদ
সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে জাপানের রাজধানী
টোকিওতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
৫ আগস্ট রোববার সকাল ১১ টা থেকে ১২ টা এই এক ঘণ্টার মানববন্ধনে সকলের মুখে
শ্লোগান ও দাবী ছিল 'We Want Justice' । তবে , নৌ মন্ত্রীর পদত্যাগ দাবী সহ
বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লাকেড সকলের হাতে শোভা পায় । ছাত্রলীগ , যুবলীগের
নৈরাজ্য বন্ধের আহবান জানানো হয় মানব বন্ধন থেকে ।
জাপানে দাবদাহ উপেক্ষা করে জাপান প্রবাসী বাংলাদেশ ছাত্র সমাজের আহবানে টোকিও
শহীদ মিনার প্রঙ্গনে আয়োজিত মানব বন্ধনে শতাধিক প্রবাসী ছাত্র সহ অনেক অভিভাবক
তাদের শিশু সন্তান সহ , প্রবাসী সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ এবং প্রবাসী মিডিয়া
কর্মীরা উপস্থিত ছিলেন ।
জাপান পুলিশের বিভিন্ন গোয়েন্দা বিভাগ মানববন্ধনের খোঁজ খবর নিয়ে থাকেন ।
সাধারন নাগরিকগনকেও বেশ উৎসুক পরিলক্ষিত হয় । জাপানী ভাষাতেও প্লাকেড লিখা
থাকায় বিষয়টি অনুধাবন করতে সুবিধা হয় ।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে মানববন্ধনে অংশ গ্রহণকারীরা
অভিযোগ করে বলেন , শান্তিপূর্ণ কর্মসূচি পণ্ড করতে আওয়ামী লীগ ও এর সহযোগী
সংগঠনের নেতা-কর্মীরা গতকাল তাদের লক্ষ করে গুলি ও ককটেল ছোড়ে। হামলাকারীরা রড,
লাঠি ও বাঁশ দিয়ে তাদের বেধড়ক পেটায়। পুলিশ হামলাকারীদের পক্ষ নেয়। এই জন্য
সরকার ই দায়ী এবং এই দায় সরকারকেই নিতে হবে ।
তারা আরো বলেন , আন্দোলনকারী শিক্ষার্থীদের কেউ আমাদের ভাই বা বোন । আবার কেউবা
ভাইগ্না –ভাগ্নী বা ভাতিজা-ভাতিজি । হয়তোবা কেউ না। কিন্তু তাদের দাবী টি
ন্যায্য । এই ন্যায্য দাবীর প্রতি সমর্থন আমাদের আছে এবং থাকবে । এইসব কচি
প্রানের রক্ত ঝরতে দেয়া বা মেনে নেয়া যায় না ।
তারা বলেন , সরকার যতো তাড়াতাড়ি বিষয়টি উপলব্ধি করে কার্যকরী পদক্ষেপ গ্রহনে
উদ্যোগী হবে দেশের জন্য ততোই মঙ্গলজনক হবে। সরকারকে আরো সহিষ্ণু হতে হবে।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |
|