প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

জাতীয় শোক পালনে জাপান আওয়ামীলীগের আয়োজন

 

কমিউনিটি রিপোর্ট ।। আগষ্ট ২১, ২০১৮ ।।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করে ।

জাতীয় শোক দিবস পালনে ১৯ আগস্ট রোববার টোকিওর কিতা সিটি অউজি হোকু তোপিয়া হলে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল এ প্রধান অতিথি হয়ে জাপান আওয়ামীলীগের সাথে একাত্মতা প্রকাশ করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ।

এছাড়াও দলমত নির্বিশেষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক,রাজনৈতিক আঞ্চলিক সংগঠন সমুহের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের প্রবাসীরা উপস্থিত হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের নিহত সকল সদস্য/সদস্যা এবং ১৯৭৫ এর ১৫ আগস্ট এর কলঙ্কময় ন্যাক্কারজনক ঘটনায় শাহাদাত বরণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

শোক দিবসের অনুষ্ঠানের শুরুতেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক ও শাহাদাতবরণকারী তাঁর পরিবারের সদস্যবৃন্দের স্মরণে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন শেষে জাপান আওয়ামীলীগের সভাপতি সালেহ মোঃ আরিফ এবং রাষ্ট্রদূত রাবাব ফাতিমার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রবাসী বাংলাদেশিগণ সারিবদ্ধ ভাবে পুস্পার্ঘ্য অর্পণ করেন ।

এরপর জাপান আওয়ামীলীগের সভাপতি সালেহ মোঃ আরিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা । এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি সনত কুমার বড়ুয়া এবং সহসভাপতি বাদল চাকলাদার ।

সাধারন সম্পাদক খন্দকার আসলাম হিরার পরিচালনায় দিবসটির তাৎপর্যে বক্তব্য রাখেন ডাঃ শাহরিয়ার সামি,এমডি নাসিরুল হাকিম,কাজী মাহফুজুল হক লাল,সুখেন ব্রহ্ম,মোতালেব শাহ আইয়ুব প্রিঞ্চ,শেখ মনজুর মোরশেদ,কাজী ইনসানুল হক,মোঃ নাজমুল ইসলাম রতন,ডাঃ তাজবীর আহমেদ,মোঃ হারুন উর রশিদ,জাকির হোসেন জোয়ারদ্দার,কাজী মাক্সুদ আহমেদ,জুয়েল আহসান কাম্রুল,মোল্লা আলমগীর হোসেন,মোল্লা অহিদুল ইসলাম,আব্দুর রাজ্জাক, বাদল চাকলাদার,সনত কুমার বড়ুয়া প্রমুখ।

প্রধান অতিথি তার লিখিত বক্তব্যে বলেন,রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন বাঙ্গালী জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার রূপকার, অবিসংবাদিত অকুতোভয় নেতা, যার বলিষ্ঠ নেতৃত্বে ১৯৭১ সালে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছিল। তিনিই যুদ্ধ পরবর্তী বাংলাদেশ নির্মাণে আসাধারণ সাফল্য অর্জন করেছিলেন, দ্রুততম সময়ে জাপানসহ পৃথিবীর বিভিন্ন দেশের স্বীকৃতি আদায় ও তাঁদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছেন। রাষ্ট্রদূত আরো বলেন, আজ বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর স্বপ্ন ও নির্দেশনা আমাদের পথ চলার অনুপ্রেরণা হিসাবে কাজ করছে। তাঁর দেখানো পথ ধরেই তাঁর সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে চলেছেন।

সমাপনী বক্তব্যে সভাপতি সালেহ মোঃ আরিফ বলেন অনেকেই বলে থাকেন 'শেখ হাসিনার সরকার,বার বার দরকার'। আমরা চাই 'শেখ হাসিনার সরকার,বাংলাদেশে চিরকাল'। তবে সেটা জনগনের মন জয় করে , তাদের সমর্থন নিয়ে । আর এই সমর্থন পেতে হলে জনগনের কাছে যেতে হবে , সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে । বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই , এই বিষয়টি জনগণকে বুঝাতে হবে।

তিনি আরো বলেন , জাতির জনক বলেছিলেন , দুনিয়া আজ দুই ভাগে বিভক্ত । শোষক আর শোষিত । আমি শোষিতের দলে । তিনি বলতেন মানব সমাজে নারীরা আলাদা কেউ নয় । পবিত্র কোরআন ও তাই ই বলে । বঙ্গবন্ধু সবাইকে সমান চোখে দেখতেন । বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করতে হবে ।

সব শেষে তবারক বিতরণের মাধ্যমে শোক দিবসের আয়োজনের সমাপ্তি হয় ।

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]