প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

বাংলাদেশ ও জাপানের গণমাধ্যম ও মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে পথ চলা শুরু করেছে জাপান-বাংলাদেশ প্রেস ক্লাব – জেবিপিসি

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। অক্টোবর ৭, ২০১৮ ।।

জাপান-বাংলাদেশ প্রেস ক্লাব আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে এক বিশেষ সাধারণ সভার মধ্য দিয়ে। বাংলাদেশ ও জাপানের গণমাধ্যম ও মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে পথ চলা শুরু করেছে জাপান-বাংলাদেশ প্রেস ক্লাব – জেবিপিসি। জাপান-বাংলাদেশ প্রেস ক্লাব এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ১ অক্টোবর ২০১৮ রোববার। জাপানের রাজধানী টোকিও এর আকাবানে শহরের বিভিও হলে এই সভাটি অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টাদের উপস্থিতিতে এবং দিকনির্দেশনার ভিত্তিতে এই বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয় বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত।

সভা পরিচালনা করেন নিহন বাংলা ডট কমের সম্পাদক ও সাংবাদিক গোলাম মাসুম জিকো। সভাতে উপস্থিত সকল সদস্যের বক্তব্য শুনে সুচিন্তিত মতামতের ভিত্তিতে প্রতিষ্ঠাতা সদস্যদের দ্বারা প্রস্তাবিত কমিটির অনুমোদন দেন উপস্থিত উপদেষ্টাগন। সংগঠনের চার জন উপদেষ্টাদের ভিতর সভাতে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক ড. আরশাদ উল্লাহ্‌, প্রবীণ সাংবাদিক ও চিত্রগ্রাহক এম এ ওয়াদুদ, মুক্তিযোদ্ধা এবং সাংবাদিক অজিত কুমার বড়ুয়া। অপর উপদেষ্টা ড. শেখ আলিমুজ্জামান সে সময় বাংলাদেশে থাকার কারনে উপস্থিত হতে না পারলেও ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা ও মতামত প্রেরন করেন। এছাড়া জাপান ও দেশ থেকে শুভেচ্ছার ভিডিও বার্তা প্রেরন করেন বিভিন্ন সাংবাদিক লেখক ও কবিরা।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন গোলাম মাসুম জিকো, জেড এম আবু সিনা, প্রবীর বিকাশ সরকার, পি আর প্লাসিড এবং মাসুদর রহমান। ব্যক্তিগত অসুবিধার কারনে জেড এম আবু সিনা সভাতে উপস্থিত হতে না পারলেও তিনি ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য প্রেরন করেন। প্রগতিশীল গনমাধ্যমের উন্নয়নে এবং সদস্যদের পেশাভিত্তিক কর্মে উৎসাহ ও সহযোগিতা আব্যাহত রাখার প্রতিশ্রুতিদেন প্রতিষ্ঠাতা সদস্যরা। সে সময় আরও বক্তব্য রাখেন নিয়াজ আহমেদ জুয়েল, জালাল জাবেদ, মো: শওকত হোসেন, আবদুল্লাহ আল মামুন, এমডি এখলাসুর রহমান, এমডি আবুল মনসুর চৌধুরী জুয়েল, আরিফুল হক চৌধুরী জুয়েল প্রমুখ।

কার্যকরী পরিষদ

জাপান-বাংলাদেশ প্রেস ক্লাব কার্যকরী পরিষদ আগামী দুই বছরের জন্য নিম্নে উল্লেখিত ব্যক্তিদের উপর করেছেন সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটি তাদের দায়িত্ব পালন করবে উপস্থিত সদস্যরা অঙ্গীকারবদ্ধ হন।

সভাপতিঃ প্রবীর বিকাশ সরকার (লেখক ও সাংবাদিক)

সিনিয়র সহ-সভাপতিঃ মাসুদুর রহমান (সাংবাদিক এটিএন বাংলা)

সহ-সভাপতিঃ জেড এম আবু সিনা (সাংবাদিক, সম্পাদক – কমিউনিটি)

সাধারণ সম্পাদকঃ পি আর প্ল্যাসিড (লেখক ও সাংবাদিক, সম্পাদক – বিবেক বার্তা)

যুগ্ম সাধারণ সম্পাদকঃ ইসলাম রাশেদুল (লেখক ও সাংবাদিক – দৈনিক ভোরের কাগজ জাপান প্রতিনিধি)

সাংগঠনিক সম্পাদকঃ গোলাম মাসুম জিকো (লেখক ও সাংবাদিক, সম্পাদক নিহনবাংলাডটকম)

যুগ্ম সাংগঠনিক সম্পাদকঃ মো: শওকত হোসেন (সাংবাদিক)

অর্থ সম্পাদকঃ আশরাফুল ইসলাম শেলী (ক্রিয়া সাংবাদিক)

প্রচার ও মিডিয়া সম্পাদকঃ আবদুল্লাহ আল মামুন (সাংবাদিক – ডিবিসি নিউজ – জাপান প্রতিনিধি)

কার্যকরী পরিষদ সদস্যঃ

নিয়াজ আহমেদ জুয়েল (সাংবাদিক এটিএন নিউজ)

জালাল জাবেদ (লেখক)

মাসুম জাকির (সাংবাদিক)

এমডি এখলাসুর রহমান (লেখক ও সাংবাদিক – বিবেক বার্তা)

এমডি আবুল মনসুর চৌধুরী জুয়েল (লেখক)

আরিফুল হক চৌধুরী জুয়েল (লেখক)

সৌজন্যেঃ নিহন বাংলা ।

 
 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]