[প্রথমপাতা]

 

 

 

সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার নিন্দায় টোকিওতে প্রতিবাদ সভা

 

New Page 2

 

 

কমিউনিটি রিপোর্ট ।। জানুয়ারি ১৩, ২০১৪ ।।

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার নিন্দায় টোকিওতে ১২ জানুয়ারি রোববার সন্ধ্যে ৬টা ৩০ মিনিটে উকিমা ফুরেআইকানে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মাত্র এক দিনের নোটিশে আয়োজিত এই প্রতিবাদ সভায় প্রবাসী সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে ন্যক্কারজনক এই হামলার প্রতি ধিক্কার জানান। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য এক দেশ যে বাংলাদেশ -জাপান প্রবাসীরা এদিন সে কথাটিই আরেকবার প্রমাণ করেছেন।

ধর্ম-বর্ণ, রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চরম নিন্দা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সাধারণ প্রবাসীরাও যোগ দেন।

অনুষ্ঠানটির আয়োজক ছিলো সার্বজনীন পূজা কমিটি, জাপান। প্রতিবাদ সভা পরিচালনার দায়িত্ব পালন করেন সুখেন ব্রম্ম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাস্তবে বাংলাদেশে এ ধরণের বিভেদ সেভাবে বিরাজ করেনা। ভিন্ন ধর্মাবলম্বীদের উপর যে সব হামলা ঘটে থাকে তা হলো আসলে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। 'সংখ্যালঘু' শব্দটি ব্যবহারের প্রতিও তারা আপত্তি জানান। তারা আসল দোষীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বক্তারা বলেন, যে করেই হোক এ ধরণের হামলা অচিরেই বন্ধ করতে হবে। এ লক্ষ্যে সবাইকে সংঘবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

স্বল্প সময়ের ঘোষণায় আয়োজিত অনুষ্ঠানে শতাধিক প্রবাসী উপস্থিত হন।

উল্লেখ্য, জাপানের অনেক অনুষ্ঠানে মাস খানেক আগে থেকে ঘোষণা দিয়েও শ'খানেক লোক হাজির করানো কোনো কোনো ক্ষেত্রে দুষ্কর হয়ে পড়লেও মাত্র একদিনের নোটিশে এ অনুষ্ঠানে প্রবাসীদের উপস্থিতি ছিলো বিস্ময়কর।

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]