প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

স্বরলিপি কালচারাল একাডেমী টোকিও'র বার্ষিক বনভোজন ২০১৮ অনুষ্ঠিত

 

 


কমিউনিটি রিপোর্ট ।। ডিসেম্বর ১১, ২০১৮ ।।

জাপান প্রবাসীদের প্রিয় সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি কালচারাল একাডেমী টোকিও'র বার্ষিক বনভোজন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে ।

কনকনে শীতের মধ্যেও ৯ ডিসেম্বর '১৮ টোকিওর অদূরে কানাগাওয়া প্রিফেকচার এর ইয়োকোহামা সিটি মুসাশি কোসুগিতে আয়োজিত বার্ষিক বনভোজনে স্বরলিপি'র এক ঝাঁক শিশুকিশোর সহ প্রাক্তন শিক্ষার্থী বৃন্দ , শিক্ষক শিক্ষিকা বৃন্দ , আমন্ত্রিত অতিথিবৃন্দদের সাথে যোগ দিয়েছিলেন জাপানস্ত বাংলাদেশের রাস্ত্রদুত রাবাব ফাতিমা এবং প্রথম সচিব মোঃ বেলাল হোসেন ।

বনভোজন নাম দেয়া হলেও এটি আসলে নিছক বনভোজন নয় । প্রবাসে জন্ম নেয়া শিশুকিশোরদের বছরব্যাপী নিজ দেশের ঐতিহ্য , সংস্কৃতি ও ভাষা শিক্ষা শেষে বিনোদনের মাধ্যমে উৎসাহিত করার প্রয়াসে এ আয়োজনটি করে থাকে স্বরলিপি । এবছর প্রাক্তন দুইজন জাপানিজ শিক্ষার্থীদের আমন্ত্রন জানিয়ে সন্মানিত করা হয় ।
 


রাষ্ট্রদূত রাবাব ফাতিমা শিক্ষার্থীদের হাতে স্বরলিপি'র পক্ষে উপহার সামগ্রী তুলে দেন ।

এ ছাড়াও জাপানিজ ভাষায় অনুবাদকৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক গ্রাফিক নভেল 'মুজিব'দূতাবাসের পক্ষ থেকে স্বরলিপি'র শিক্ষার্থীদের হাতে তুলে দেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ।

আর এর পেছনে স্বরলিপি স্কুল পরিচালনা ও সমন্বয় পর্ষদ এর তপন পাল ও তনুশ্রী বিশ্বাস এর তত্ত্বাবধানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং নেপথ্যের কারিগর হিসেবে সর্বজন শ্রদ্ধেয় মুনশী আজাদ ও রেনু আজাদ দম্পতি এবং স্বরলিপি'র অধ্যক্ষ নাসেরুল হাকিম অক্লান্ত শ্রম দিয়ে থাকেন ।

দিনভর বিভিন্ন মুখরোচক খাবার গ্রহন , বিভিন্ন গেইম ও বিনোদন মূলক আয়োজনে অংশ গ্রহন এবং আড্ডার মাধ্যমে শিশুকিশোরদের সাথে বড়রা মেতে উঠতে দেখা যায় বার্ষিক এ আয়োজনে ।

বিনোদন মূলক আয়োজনের মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান , ঝুড়িতে বল নিক্ষেপ , মিউজিক্যাল পিলো এবং সব শেষে সবার অংশগ্রহনে বিংগো গেইম । প্রতিটি আয়োজনেই পুরস্কৃত করা হয় । এছাড়াও অংশগ্রহণকারী সকল শিশুকিশোরদের বিশেষ পুরস্কার দেয়া হয় ।

মিউজিক্যাল পিলো গেইমে ছোট্টমণি সেঁজুতি ব্রহ্ম প্রথম পুরস্কার এবং মুনশী রোকেয়া সুলতানা রেণু রানার আপ পুরস্কার লাভ করার গৌরব অর্জন করেন।  
 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]