প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

জাপান প্রবাসীদের 'বিজয় দিবস ২০১৮' পালন

 

 

কমিউনিটি রিপোর্ট ।। ডিসেম্বর ২৬, ২০১৮ ।।

মহান বিজয়ের ৪৮তম দিবস যথাযোগ্য মর্যাদা ও আনন্দ-উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে জাপানে । দিবসটি পালনে জাপান প্রবাসীরা আয়োজন করেছিল এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

২৩ ডিসেম্বর রোববার টোকিওর কিতা সিটি বিভিও হল-এর আকাবানে বুনকা সেন্টার এ আয়োজিত বিজয় দিবসের আয়োজনটি আয়োজন করেছিল বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি ইন জাপান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসেছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দুতালয় প্রধান মোঃ বেলাল হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা শ্রী অজিত কুমার বড়ুয়া।

বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি ইন জাপান এর সভাপতি ডঃ এ.বি.এম রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায় মঞ্চে আরো উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি ইন জাপান প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান উপদেষ্টা শ্রী সুখেন চন্দ্র ব্রহ্ম।

জুয়েল আহসান কামরুল এর উপস্থাপনায় বিজয় দিবসের তাৎপর্যে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব এ.আর.কামন , আব্দুল হাইয়ুল , চৌধুরী হুসাইন মুনীর , মোঃ সহিদুল ইসলাম নান্নু , শ্রী সুনীল রায় , মুনশী কে.আজাদ , মীর রেজাউল করীম রেজা , খোন্দকার আসলাম হিরা , শ্রী সুখেন ব্রহ্ম , শ্রী অজিত কুমার বড়ুয়া , মোঃ বেলাল হোসেন প্রমুখ । সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন সভাপতি ডঃ এ.বি.এম রফিকুল ইসলাম।

আলোচনা সভা শেষে ছোটদের সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন ববিতা পোদ্দার । নাচ , গান , আবৃতি , অভিনয় দিয়ে সাজানো সাংস্কৃতিক অনুষ্ঠানটি ব্যবস্থাপনায় ছিল প্রবাসী কল্যাণ সমিতি জাপান।

সবশেষে অর্থাৎ অনুষ্ঠানের তৃতীয় পর্ব ছিল মূল সাংস্কৃতিক পর্ব। স্থানীয় প্রবাসী সাংস্কৃতিক সংগঠন 'উত্তরণ' বাংলাদেশ কালচারাল গ্রুপ, সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করে। উত্তরণ-এর সিনিয়র শিল্পী প্রাক্তন লিডার খোন্দকার ফজলুল হক রতনের সার্বিক পরিচালনায় মুক্তিযুদ্ধ চলাকালীন রণাঙ্গনের গান , বিজয়ের গান ও দেশাত্মবোধক গান দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানটি ঢেলে সাজানো হয়। ববিতা পোদ্দার , ছুটি দত্ত , বাচ্চু দত্ত , খোন্দকার ফজলুল হক রতন এর সংগীত পরিবেশনায় বাদ্যযন্ত্রে সহযোগিতা করেছেন , মান্না চৌধুরী , বিমান পোদ্দার , নাজিম উদ্দিন এবং পাপ্পু।

এছাড়াও কবি আবুহেনা মোস্তফা কামাল-এর "ছবি" কবিতা টি আবৃতি করে শোনান এডভোকেট হাসিনা বেগম রেখা এবং নৃত্ত পরিবেশন করেন স্বরলিপি'র শিশু বিদ্যালয়ের নাচের শিক্ষিকা সংগা ঘোষ।

অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিল জাপান প্রবাসী বাংলাদেশি নাগরিকবৃন্দ।
 
 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]