প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

আহমেদ ইমতিয়াজ বুলবুল স্মরণে জাপান প্রবাসী কমিউনিটি

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। জানুয়ারি ২৯, ২০১৯ ।।

মুক্তিযোদ্ধা, বিখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল এর আকস্মিক মৃত্যুতে জাপান প্রবাসীরা এক স্মরণ সভার আয়োজন করে।

সম্মিলিত জাপান প্রবাসীদের ব্যানারে ২৭ জানুয়ারি '১৯ টোকিওর কিতা সিটি আকাবানে বুনকা সেন্টার (বিভিও) হলে আয়োজিত স্মরণ সভায় সমাজের বিভিন্ন স্তরের প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গোলাম মাসুম জিকোর পরিচালনায় স্মরণ সভার শুরুতে আহমেদ ইমতিয়াজ বুলবুলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়।

নীরবতা পালন শেষে গোলাম মাসুম জিকোর বর্ণনা এবং সম্পাদনায় আহমেদ ইমতিয়াজ বুলবুল এর জীবনীর উপর একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয় ।

আহমেদ ইমতিয়াজ বুলবুল এর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জীবনালেখ্যে আলোচনা করেন রাহমান মনি ,তরিকুল ইসলাম ,এ.কে.এম. শফিউল্লাহ শাহীন, মোঃ বিপ্লব হোসেন, পি.আর. প্লাসিড, খন্দকার আসলাম হিরা, মোঃ মাসুদুর রহমান, মোল্লা দেলোয়ার হসেন, আব্দুল্লাহ আল মামুন, আফ্রিন জাহান রশ্নি , এডভোকেট হাসিনা বেগম রেখা , পপি ঘোষ , নুর খান রনি , আবুল খায়ের , এ.জেড.এম. জালাল , নাজমুল হোসেন রতন , মীর রেজাউল করিম রেজা , মাসুদ আলম , কাজী ইনসানুল হক এবং সালেহ মোঃ আরিফ প্রমুখ ।

স্মরণ সভায় আহমেদ ইমতিয়াজ বুলবুল এর প্রতি সন্মান জানিয়ে সভায় কোন প্রধান অতিথি কিংবা সভাপতি রাখা হয়নি এবং মঞ্চে একটি খালি আসন রাখা হয়।

জাপান প্রবাসীদের আয়োজনে দেশবরেণ্য সঙ্গীতজ্ঞ বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের স্মরণ সভায় কোন প্রবাসী শিল্পীর উপস্থিতি ছিল না । এমন কি সংস্কৃতির সাথে যারা জড়িত এবং জাপান প্রবাসী সমাজে যারা সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হিসেবে পরিচিতি দিতে পছন্দ করে থাকেন তাদের কাউকে দেখা যায়নি স্মরণ সভাতে ।

বিষয়টি প্রবাসীদের ব্যাপক সমালোচনার সম্মুখীন হয় । বক্তারা বলেন , যার গান গেয়ে নিজেদের শিল্পী হিসেবে পরিচিতি পেতে চান ,তার মৃত্যুর পর তার প্রতি নুনতম শ্রদ্ধাবোধ দেখাতে আসবেন না , এটা মেনে নেয়া কষ্টকর । অথচ আজকের আয়োজনটি তাদের ই করা উচিত ছিল ।

একই সভায় টোকিওর কিতা সিটি হিগাশি জুজো মদিনা মসজিদের পেশ ইমাম আহমেদ নজির মোহাম্মাদ এর আকস্মিক মৃত্যুতে এবং য়ারেক সঙ্গীতজ্ঞ আলাউদ্দিন আলির আশু আরোগ্য কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয় ।
 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]