প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিট

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

ডঃ তপন পাল রচিত "Handbook of Medical Terms" বইটি প্রবাসীদের মধ্যে সাড়া ফেলেছে

 


কমিউনিটি রিপোর্ট ।। ফেব্রুয়ারি ৮, ২০১৯ ।।

ডঃ তপন পাল রচিত চিকিৎসা শাস্ত্র বিষয়ক "Handbook of Medical Terms" বইটি জাপান প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে। অনলাইনে প্রকাশ করার মাত্র চার দিনের মধ্যে ৩,৩০০ কপি ডাউনলোড হয়েছে কোন রকম প্রচার ছাড়াই ।

বইটি সময় উপযোগী, তথ্য সমৃদ্ধ এবং প্রয়োজনীয়। বইটির বিশেষত্ব হলো , বইটি কেবলমাত্র বাংলা ভাষাতেই নয় , বাংলা ভাষার পাশাপাশি ইংরেজী ও স্থানীয় জাপানী ভাষাতেও সহজ সরলভাবে উত্থাপন করা হয়েছে এবং সম্পূর্ণ বিনামুল্যে । তাই বইটি শুধু প্রবাসী বাংলাদেশীদের জন্যই নয় সকল দেশের , সকল শ্রেনীর প্রবাসী শিক্ষানবিশদের ও অনেক কাজের সহযোগী যে হবে , তা নির্দ্বিধায় বলা যায় ।

জাপানে উচ্চশিক্ষারত অবস্থায় তপন পাল দেশবিদেশওয়েব (www.deshbideshweb.com ) নামে একটি ওয়েব পোর্টাল তৈরি করে জাপান প্রবাসীদের বাংলা পত্রিকা পড়ার তৃষ্ণা মিটানো সহ প্রবাসীদের দ্বারা পরিচালিত বিভিন্ন আয়োজনের খবরাখবর নিয়মিত আপডেট এর প্রবাসীদের মন জয় করতে সক্ষম হন । যা আজও অটুট রয়েছে ।

নিজে প্রবাসী হওয়ায় প্রবাসীদের সুবিধা-অসুবিধা গুলো তিনি হৃদয় দিয়ে অনুভব করেন । আর তাই বিভিন্ন সময়ে তিনি স্বপ্রনদিত হয়ে প্রবাসীদের পার্শ্বে দাঁড়াতে/সহযোগিতার হাত বাড়াতে সচেষ্ট হন ।

Handbook of Medical Terms বইটি তার ই একটি অংশ । বইটি প্রবাসী সমাজে স্বাস্থ সুরক্ষার একটি গাইড বুক হিসেবে অভিহিত করা যেতে পারে । বিভিন্ন পরিচ্ছেদে বিভিন্ন রোগের কথা সাজানো রয়েছে বলে সহজেই সবাই প্রয়োজনীয় সঠিক শব্দটি খুঁজে পাবেন, এই প্রত্যাশা করা যেতে পারে বইটিতে ।

জাপান এমনি একটি দেশ যেখানে চিকিৎসা ক্ষেত্রে সাধারনত জাপানী ভাষা ব্যবহার হয়ে থাকে । যদিও কিছু কিছু ক্ষেত্রে ইংরেজী সাপোর্টিং দেয়া হচ্ছে তবে তা খুবই অপ্রতুল । সেই ক্ষেত্রে বলা যেতে পারে ড. তপন পালের উদ্যোগে যে পুস্তিকাটি তৈরি করা হয়েছে, সেটি জাপান প্রবাসী বাঙ্গালিদের জন্য বড় কল্যাণ বয়ে আনবে।

বইটি আন্তর্জালে দেয়া আছে । http://book.deshbideshweb.com/BookFirstEditionV1.pdf

এই বই আগামী ১০ই ফেব্রুয়ারী, ২০১৯ জাপান সময় বিকাল ৫টা পর্যন্ত বিনামূল্যে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। এরপর Amazon.com এ এই বই পাওয়া যাবে; তখন টাকা দিয়ে এই বই কিনতে হবে।

সামাজিক দায়বদ্ধতা থেকে এই সেচ্ছাশ্রমের মাধ্যমে তাঁর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

যারা এখনো বইটি সংগ্রহ করতে পারেননি তারা দয়া করে নিজে সংগ্রহ করুন এবং অন্যান্যদের কে সংগ্রহ করতে উদ্বুদ্ধ করুন । এমনকি উপহার হিসেবে দেয়া যেতে পারে । প্রয়োজনীয় মুহূর্তে কাজে আসবে বলেই আমার বিশ্বাস ।

নিন্মে উল্ল্যেখিত ওয়েব এড্রেস থেকে সহজেই বইটি ডাউনলোড করা যাবে ।

https://tkpaulbook.neocities.org/

অথবা দেশবিদেশওয়েব পোর্টাল সম্পাদক বরাবরে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন । তবে, নির্দিষ্ট সময়ের পর Amazon.com কর্তৃপক্ষ থেকে বইটি সংগ্রহ করতে হলে অর্থ খরচ করতে হবে ।

পাঠকদের পক্ষ থেকে লেখক তপন পাল এর কাছে প্রবাসীদের সার্বিক ব্যাস্ততার কথা বিবেচনা করে বিনামূল্যে ডাউনলোড করার সময়সীমা আরও কিছুটা বাড়ানো যায় কিনা বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছে।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]

.