প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

কানাগাওয়াতে প্রবাসীদের বসন্ত সংক্রান্তি মিলন মেলা

 

 


কমিউনিটি রিপোর্ট ।। এপ্রিল ২, ২০১৯ ।।

বসন্তকাল হয়ে এলো প্রায় শেষ, জাপানের কানাগাওয়ার প্রবাসীরা ৩১ মার্চ রোববার সবাই মিলে এক হয়েছিলেন বসন্তের আনন্দ সমীরণে। মেঘ-রৌদ্রের খেলায় এদিন ইয়োকোহামা'র হোসোকাইয়া দাইইচি শুকাইজো হলে সকলে সমবেত হন।

শুরুতেই ছিলো দুপুরের খাওয়া-দাওয়া পর্ব। প্রবাসীরা ভাবীরা তাদের নিজ নিজ মনের সৌন্দর্য্য একত্রিত করে সকলের জন্যে প্রস্তুত করেন ৪০টিরও বেশি খাবারের আইটেম। টক-ঝাল-মিষ্টির বাহারি লোভনীয় খাবারের জিভে জল আনা স্বাদ আর ছিলো সেগুলোর রং-বেরংয়ের পরিবেশনাও। লাল, সবুজ, হলুদ, গোলাপী সহ বসন্তের সব রং যেন ধরেছিলো খাবারেও।

পরবর্তী পর্বের শুরুতে বাংলাদেশে সম্প্রতি অগ্নি-দুর্ঘটনায় নিহতদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কাজী আরিফ।

আমাদের স্বাধীনতার মাস মার্চ। মূল আয়োজনের গোড়ায় সবাই সম্মিলিত ভাবে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন। জাতীয় সঙ্গীতের পর উপস্থিত প্রবাসী নারীরা সকলে মিলে "খোল দ্বার খোল" গানটি পরিবেশন করে। এরপর শুরু হয় ছোট ও বড়দের পরিবেশনা। শিশুদের প্রাণবন্ত নাচ-গান, যেমন খুশী তেমন সাজো, চকলেট দৌঁড়, মিউজিক্যাল চেয়ার এবং পাশাপাশি বড়দের গান সকলকে মাতিয়ে রাখে।

নিলঞ্জনা হকের অনুপম মঞ্চসজ্জা ছিলো দেখার মতো। দীর্ঘক্ষণ ধরে সেখানে চলে ফটোসেশন, প্রবাসীরা মঞ্চকে পেছনে রেখে পারিবারিক ছবি তোলার জন্যে অপেক্ষা করতে থাকেন। এ ছাড়া হলের বাইরে ছোট্ট একটি মাঠেও প্রাকৃতিক সৌন্দর্য্যের সাথে যোগকরা হয় নিজস্ব ধারনা। সেটিও ছিলো খুব আকর্ষণীয় এবং সেখানে ছবি তোলার সুযোগ কাজে লাগাতে কেউই ভোলেননি।  বসন্তের পুতুল তৈরি করেন নোমান মীর্জা।

বিকেলের নাস্তায় রসগোল্লা, কালোজাম, সিঙ্গারা, পুরি, দই, পুডিং, সন্দেশ, চটপটি সহ বহু স্বাদ আর ছিলো পুরোনো ঢাকার ঐতিহ্যবাহী মুড়িভর্তা। বাঙালী নারীদের এতো গুন -সব যেন উদার-উজাড় করে ঢেলে দিয়েছেন, মনে হচ্ছিলো ঠিক বাংলাদেশে বসে সবাই মিলে নিবিড় আনন্দের একটি সন্ধ্যায় একজোট হয়েছি।

এরপর ফটোসেশন সহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে যবনিকা নামে এই অতি আনন্দের সম্মিলনের। অনুষ্ঠান আয়োজনে সামনে থেকে মূখ্য ভূমিকা পালন করেন নদী সিনা। তাকে সহযোগীতা করেন নিলঞ্জনা হক, জোসনা আক্তার, ইশরাত সোমা, মনিকা কাজল, ঝুমা হোসেন, ফারজানা আঁখি এবং অন্যান্য সকল ভাবীরা।
 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]