প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

প্রথম টোকিও বৈশাখী উৎসব ২০১৯ – এ প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন

 

 

কমিউনিটি রিপোর্ট ।। এপ্রিল ১৫, ২০১৯ ।।

সর্বস্তরের জাপান প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি , জাপান কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত টোকিও বৈশাখী উৎসব ২০১৯।

বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি , জাপান এক বৈশাখী উৎসবের আয়োজন করে। টোকিওর অদূরে সাইতামা কেন এর মিসাতো সিটির মিসাতো পার্ক-এ গতানুগতিকতার বাইরে ব্যাতিক্রমধর্মী এ আয়োজনে বিরূপ আবহাওয়া সত্বেও প্রবাসীদের ঢল নামে। নির্দিষ্ট সময়ের পূর্ব থেকেই দূরদূরান্ত থেকে প্রবাসীরা স্বপরিবারে জড়ো হতে থাকেন মিসাতো উদ্যানে। বিপুল সংখ্যক জাপানী অতিথিরাও অংশ নিয়ে আতিথেয়তা গ্রহন করেন।

মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি , জাপান –এর যে কোন আয়োজনেই জাপান প্রবাসীদের আগ্রহ থাকে বেশী। তার অন্যতম কারন হচ্ছে, আতিথেয়তা, আপ্যায়ন সবার জন্য উন্মুক্ত রাখা, পর্যাপ্ত খাবার এবং খাবারের বৈচিত্র্যতা ও বিভিন্ন ধর্ম এবং রুচির প্রতি সন্মান দেখানো।

প্রথমবারের মত আয়োজন হলেও আয়োজনে কোন ত্রুটি ছিলনা। তাই অংশগ্রহনকারীরা এর ধারাবাহিকতা বজায় রেখে প্রতিবছর এমন মহতী আয়োজনের জন্য মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি , জাপান এর আহবান জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]