প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্রদূতের উপস্থিতিতে বি,সি,সি,আই,জে'র বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

 

 

কমিউনিটি রিপোর্ট ।। এপ্রিল ১৭, ২০১৯ ।।

দীর্ঘ প্রত্যাশার পর প্রধান অতিথি, প্রধান পৃষ্ঠপোষক (চিফ পেট্রোন) রাষ্ট্রদূত রাবাব ফাতিমা'র উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ইন জাপান (বি,সি,সি,আই,জে) এর বার্ষিক সাধারন সভা।

সাধারন সভায় ব্যাবসায়ী নেতৃবৃন্দ, সদস্য, অভজারার, মিডিয়া কর্মীগন ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের কমার্স কাউন্সেলর মোহাম্মদ হাসান আরিফ।

১৩ এপ্রিল ২০১৯ শনিবার টোকিওর কিতা সিটি হোকু তোপিয়া-তে আয়োজিত সাধারন সভায় বিসিসিআইজে'র বর্তমান সভাপতি বাদল চাকলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারন সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথি ছাড়াও আরো উপস্থিত ছিলেন বিসিসিআইজে প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোঃ জিয়াউল ইসলাম এবং বরতমান সাধারন সম্পাদক এমডি, নাসিরুল হাকিম।

মঞ্জুর মোরশেদ এর পরিচালনায় সভার শুরুতেই প্রধান পৃষ্ঠপোষক রাস্ত্রদুত রাবাব ফাতিমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন চৌধুরী শাহিন।

সভাপতি বাদল চাকলাদারের স্বাগত ও শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সাধারন সভার কার্যক্রম শুরু হয়। এরপর বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারন সম্পাদক এমডি, নাসিরুল হাকিম।

শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রদূত রাবাব ফাতিমা সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা যেমন জাপানে ব্যবসা করে বাংলাদেশের অর্থনীতিতে অবদান সহ জাপানে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন। তেমনি, বাংলাদেশেও জাপানীরা উন্নয়নের অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশেও জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ নামের একটি সংগঠনের অস্তিত্ব রয়েছে। সেখানে জাপানীরা বাংলাদেশের ব্যবসায়ীদের নিয়ে একত্রে কাজ করে যাচ্ছেন। আপনারাও যদি এখানে জাপানী ব্যাবসায়ীদের নিয়ে একত্রে কাজ করেন তাহলে অনেক ক্ষেত্রেই আপনাদের কাজের সুবিধা হবে।

তিনি বলেন, আমাদের কাছে অনেক নালিশ আসে, এমন কি কোর্ট থেকেও অনেক সময় অভিযোগ আসে যে অনেক জাপানীরা বাংলাদেশীদের সাথে ব্যবসা করতে গিয়ে বিভিন্ন প্রতারণার শিকার হন। প্রতারণার শিকার হয়ে অনেকে যেমন নিঃস্ব হয়ে ফিরে আসেন, তেমনি অনেকে আবার বাংলাদেশে যাবার আগ্রহ হারিয়ে ফেলেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে দ্রুত মুনাফা ঘরে তোলার জন্য এমন কোন কাজ করবেন না যেখানে দেশের সন্মান এবং দেশবাসীর স্বার্থের বিঘ্ন ঘটে।

রাষ্ট্রদূত বলেন, আপনারা ব্যাবসায়ীরা সম্মিলিতভাবে সভা, সেমিনার, ট্রেড ফেয়ার এর আয়োজন করার ব্যবস্থা নিন দূতাবাস সর্বদা আপনাদের পাশে থাকবে। প্রয়োজনে যৌথ আয়োজনের ব্যবস্থা নিবে। আমাদের একটাই লক্ষ্য। আর তা হলো, জাপান-বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন,বানিজ্য সম্প্রসারণ, বন্ধন আরো সুদৃঢ় করা।

রাষ্ট্রদূত বলেন, জাপানে অনেক বাংলাদেশী মহিলা উদ্যোক্তা রয়েছেন, তারা বেশ সাফল্যের সাথে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, তাদেরকেও সম্পৃক্ত করতে পারলে সংগঠন পরিচালনায় আরো গতিশীলতা আসবে বলে আমার মনে হয়।

এছাড়াও আরো বক্তব্য রাখেন, বিসিসিআইজে প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোঃ জিয়াউল ইসলাম।

সাধারন সভায় বিগত বছরের হিসেব দাখিল করেন কোষাধ্যক্ষ গুল মোহাম্মদ ঠাকুর (মনি ঠাকুর)। এরপর সদস্যদের বিভিন্ন প্রশ্নোত্তর পর্বটি পরিচালনা করেন মিজানুর রহমান শাহিন।

সাধারন সভায় আগামী জুন ২০১৯ এর মধ্যে নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে সদস্য পদ গ্রহন বা নবায়ন, এবং সেপ্টেম্বর ২০১৯ এর মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও জুলাই মাসে হল পাওয়া সাপেক্ষে আরেকটি সাধারন সভা ডেকে সদস্য তালিকা প্রকাশ এবং নির্বাচন পরিচালনা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সব শেষে বার্ষিক নৈশ ভোজের মধ্য দিয়ে সাধারন সভার সমাপ্তি ঘটে ।।


 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]