প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

জাপানে প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে ঘূড়ি উৎসব

 


কমিউনিটি রিপোর্ট ।। মে ১, ২০১৯ ।।

১০ দিনের টানা ছুটির দ্বিতীয় দিন রোববার জাপান প্রবাসী ঢাকাবাসী পরিবারের আয়োজনে ঘুড়ি উৎসবে সমবেত হয়েছিল শতাধীক প্রবাসী ।চমৎকার রৌদ্রাজ্জল শীতের সকাল।সাইতামা জেলার ওমিয়া দাইসান পার্কে এই আয়োজনে শিশু কিশোরদের আনন্দের মাত্রা ছিল দেখার মতো।

জাপানে শনিবার থেকে নজিরবিহীন

দশ দিনের নজিরবীহিন এ ছুটি শুরু হয়েছে। জাপানে এত দীর্ঘ সময় টানা কাজবিহীন থাকার কথা ভাবতে পারেন না সাধারণ মানুষ। তাই অনেকেই সরকারের ওপর বিরক্তি প্রকাশ করেছে।

মঙ্গলবার সম্রাট আকিহিতো বিদায় নেবেন এবং তার বড় ছেলে নারুহিতো (৫৯) সিংহাসনে বসবেন। পুরনো সম্রাটের বিদায় এবং নতুন সম্রাটের অভিষেক অনুষ্ঠান ছাড়াও জাপানীরা দেশটির ঐতিহ্যবাহী ‘গোল্ডেন উইক’ও এ সময়ে উদযাপন করবে। দু'টি উপলক্ষ মিলিয়ে টানা ছুটি ঘোষণা করা হয়েছে।

পুরোনো ঢাকায় পৌষ সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর উৎসব পালন করা হয়। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালিদেকর কাছে একটি বিশেষ উৎসবের দিন। পুরান ঢাকার বিভিন্ন এলাকায় এই দিনকে ঘিরে উৎসবের আয়োজন করা হয়। পূরোনো ঢাকার সেই ঐতিহ্যকে ধারণ করে জাপান প্রবাসী টুলু,দেলওয়ার, সুমি, তানি,জুলু,শাহু, লোপা ও পপ,সহ ঢাকাবাসী পরিবারের আয়োজনের জনজমাট উৎসবে সমবেত হয়েছিল প্রচুর সংখক প্রবাসী। সেদিন টোকিওতে আরো তিনটি অনুষ্ঠান থাকলেও সমাগমটিতে অনেকেই এসেছিলেন।

শুরুতে পুরোনে ঢাকা ও বনানী ট্রাজ্ডিতে নিহতদের স্মরন করে এক মিনিটের নীরবতা পালন করা হয়।

মুনশী আজাদ ঘুড়ি উৎসবের সূচনা করেন, সংগে ছিলেন কমিউনিটি নিউজের কাজী ইনসানুল হক, আশরাফুল ইসলাম শেলী, হোসাইন মুনির,খান মোহাম্মদ ইকবাল, মাসুম সহ আরও অনেকে।

শিশুদের ক্যাটওয়ার্ক দিয়ে চমৎকার শহীদ মিনার তৈরীর পর্বটা ছিল চমৎকার।এরপর খাওয়া দাওয়া।

চিরায়ত ঢাকাইয়া ঐতিহ্য মতে কাঁঠাল পাতার দাওনায় তেহারী,গজা, বাখরখানি দিয়ে আপ্যায়ন করা হয়। বিকেলে ছিল মুড়িমাখা।

শিশু-কিশোর ও বড়রাও ঘূড়ি উড়ানো ,আড্ডা ও হৈহল্লায় মেতে ওঠেন।
অনুষ্ঠানের মাঝে বাংলাদেশ থেকে আগত ‘বাজনা বিট’ ব্যান্ডের জাপানী জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী মায়ে ওয়াতানাবে তার এক বাংলাপ্রেমী বান্ধবীকে নিয়ে আসেন এবং নাচ ও গান পরিবেশন করেন।

আগামীতে আরো বড় আয়েজনে জাপানে সকল ঢাকাবাসীদের নিয়ে আয়োজনের অভিপ্রায় রেখে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন প্রধান উদ্যোক্তা কামাল উদিদীন টুলু ও আকিকো দম্পতি।
সার্বিক সহযোগিতায় গোলাম মাসুদ জিকো।


 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]