প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

'উত্তরণ' এর বিশেষ আয়োজন "রনলা" পরিবেশিত

 

 

কমিউনিটি রিপোর্ট ।। জুন, ২৫,২০১৯।।

প্রতি বছরের মতো এবারও 'উত্তরন' বাংলাদেশ কালচারাল গ্রুপ জাপান তাদের বিশেষ আয়োজন "রনলা" ( রবীন্দ্রনাথ, নজরুল এবং লালন ) অত্যন্ত সফলতার সাথেই সমাপন করেছে।

বাংলা গানের এই তিন কিংবদন্তি'র জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রতি বছর উত্তরণ এই আয়োজনটি করে থাকে।

২৩ জুন রোববার টোকিওর অদুরে সাইতামা প্রিফেকচারের শোকা সিটি সেজাকি কমিউনিটি সেন্টার –এ আদো আলো'র অত্যন্ত মনোরম এবং ঘরোয়া পরিবেশে আয়োজিত অনুষ্ঠানটি বেশ উপভোগ্য ছিল। একইদিন বিভিন্ন আয়োজন থাকা সত্বেও বাংলা গান প্রেমীরা ছুটে গিয়েছেন উত্তরণ এর আয়োজনে এবং যারা গিয়েছেন তারা অনুষ্ঠানটি বেশ কিছু দিন মনে রাখবেন। মনে রাখবেন নাজিম উদ্দিনের আবৃতি, বাবুর বাঁশি, ছুটি এবং তাহেরার গান। উত্তরণের দুই প্রাণ পুরুষ গুরু খন্দকার ফজলুল হক রতন এবং গুরু জেরোম গোমেজ এর পরিবেশনা আর বলার অপেক্ষা রাখেনা।

নির্দিষ্ট অনুষ্ঠান মালার পরও অতিথিদের অনুরোধে রতন এবং গোমেজ এর বাড়তি পরিবেশনা ছিল বিশেষ পাওয়া।

নিয়াজ আহমেদ জুয়েল এর উপস্থাপনায় মৌটুসি , শাহিন এবং নাজিম এর নেপথ্য কণ্ঠ শ্রুতি মধুর ছিল। ছিল নতুনত্বও ।

উত্তরণ লিডার ববিতা পোদ্দার অনুষ্ঠানের শুরু এবং শেষে অতিথিদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সার্বিক তদারকি করেন ম্যানেজার পাপ্পু,আলোক বিন্যাসের নেপথ্যে কাজ করেন উত্তরণের ভেতেরান সদস্য ডিটু ।।


 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]