প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ  বর্তমানের কথামালা শিল্প-সাহিত্য

বাংলাদেশ কমিউনিটি

আর্কাইভ

লাইফ স্টাইল

যোগাযোগ

 

 

 

 

 

বিদায় আবেঃ শিনজো আবে'র শেষকৃত্য অনুষ্ঠিত

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। জুলাই ১৩, ২০২২ ।।

সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে'র অন্ত্যেষ্টিক্রিয়া মঙ্গলবার টোকিওতে অনুষ্ঠিত হয়েছে, গত শুক্রবার বক্তৃতার সময় তাকে গুলি করে হত্যা করা হয়।

রাজধানীর জোযোজি মন্দিরে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। সোমবার সারারাত জেগে সেখানে প্রার্থনা সভা চলে। এতে উপস্থিত ছিলেন প্রায় ২,৫০০ শোকাহত মানুষ যাদের মধ্যে ছিলেন আবে'র দীর্ঘ পুরোনো রাজনৈতিক মিত্র, উপদেষ্টাগন, বিদেশী প্রতিনিধিবর্গ এবং ব্যবসায়ী নেতারা।

আবে'র লাশ বহনকারী গাড়ির বহর প্রধানমন্ত্রীর কার্যালয় এবং জাপানি রাজনীতির অন্যতম কেন্দ্রস্থল নাগাতাচো'র কয়েকটি স্থান দিয়ে অতিক্রম করে।

গাড়ীর বহর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মুখে পৌঁছালে প্রধানমন্ত্রী কিশিদা এবং তার মন্ত্রীসভার সদস্যবৃন্দ সেখানে তাকে বিদায় জানান। দীর্ঘ আট বছরেরও বেশি সময় আবে এখানেই কাটিয়েছেন।

তার লাশ মন্দিরে নেয়ার সময় শত শত শোকার্ত মানুষ পথের দু'ধারে দাঁড়িয়ে হাত নেড়ে তাকে বিদায় জানান। এ সময় অনেককেই কাঁদতে দেখা যায়।

এদিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তারকৃত ইয়ামাগামি তেৎসুইয়া পুলিশকে জানিয়েছেন, এক বছর আগেই তিনি এই হত্যাকান্ডের পরিকল্পনা করেন।

৪১ বছর বয়স্ক ইয়ামাগামি তদন্তকারীদের বলেছেন, প্রথমে তিনি বিস্ফোরক বা বোমা ব্যবহার করার কথা ভেবে ছিলেন কিন্তু পরে তিনি শুধুমাত্র আবে'কেই হত্যা করবেন এমন কথা ভেবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন।

এদিকে পুলিশ তার বাড়ি থেকে আরো কিছু অস্ত্র সদৃশ্য বস্তু উদ্ধার করেছে। তার মধ্যে অন্ততঃ দু'টি ব্যবহারযোগ্য আগ্নেয়াস্ত্র বলে ধারণা করা হচ্ছে। ইয়ামাগামি বলেছেন, তিনি পার্বত্য অঞ্চলে গিয়ে আগ্নেয়াস্ত্রগুলি পরীক্ষা করে দেখেছেন।

হত্যাকারী একদিন আগেই ওকাইয়ামা'তে আবে'র নির্বাচনী প্রচারাভিযানে অংশ নিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে প্রবেশমুখে নাম লিখতে হয় বলে তিনি না ঢুকে সেখান থেকে ফিরে আসেন এবং পরদিন এই হত্যাকান্ড ঘটন।

পুলিশের ধারণা তিনি সতর্কতার সাথে আবে'র নিকটবর্তী হওয়ার মওকা খুঁজছিলেন। এবং সুযোগমত মাত্র কয়েক মিটার দূরত্ব থেকে আবে'র উপর গুলি চালান।

জাপানের সবচেয়ে দীর্ঘস্থানীয় প্রধানমন্ত্রী ছিলেন আবে। টোকিও এবং ইয়ামাগুচি প্রিফেকচার- আবে যেখানকার ডায়েট সদস্য ছিলেন -সেখানে আরও প্রার্থনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জাপানের জাতীয় জননিরাপত্তা কমিশনের চেয়ারম্যান নিনোইউ সাতোশি আবে হত্যাকান্ডকে ঘিরে নিরাপত্তার ত্রুটি তদন্তের জন্য পুলিশ কর্তৃপক্ষকে একটি প্যানেল গঠনের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন যে সিনিয়র পুলিশ কর্মকর্তারা স্বীকার করেছেন যে আবে'কে দেওয়া নিরাপত্তা অপর্যাপ্ত ছিল।

নিনোইউ মঙ্গলবার বলেছিলেন যে ন্যাশনাল পুলিশ এজেন্সি কর্মকর্তারা তাকে জানিয়েছেন যে, প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেওয়া এসকর্টিং এবং পাহারা দেওয়ার ভঙ্গিতে সমস্যা ছিল। এনএইচকে।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]