প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিট

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

টোকিওতে শাম্মী আখতার বাবলীর প্রথম অডিও এ্যালবাম “ নিরব আশা”র মোড়ক উম্মোচন

 

 


কমিউনিটি রিপোর্ট ।। জুলাই ১০, ২০১৯ ।।

বাংলাদেশ কমিউনিটি জাপানের আয়োজনে ৭ জুলাই রোববার জাপানের রাজধানী টোকিওর ওজি হোকতোপিয়ার স্কাই হলে জাপান প্রবাসী জনপ্রিয় কণ্ঠশিল্পী শাম্মী আকতার বাবলী'র প্রথম অডিও এ্যালবাম "নীরব আশা"'র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। বৈরি আবহাওয়া উপেক্ষা করে দূর দুরান্ত হতে শুভানুধ্যাইদের সমাগম ঘটে অনুষ্ঠানে । অনুষ্ঠানে উপস্হিত ছিলেন দুতাবাসের কর্মকর্তা সহ জাপান প্রবাসী ব্যবসায়ী, সাংবাদিক, লেখক, সাংস্কৃতিক কর্মী , বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-ছাত্র, গৃহবধূ, শিশু-কিশোর সহ বাংলাদেশ কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

শুরুতে হলি আর্টিজানে সন্ত্রাসীসহামলায় নিহত ও সদ্য প্রয়াত দুই জন জাপান প্রবাসী ,খুলনার গামাল হোসেন ও মুন্সীগঞ্জের নুর মোহাম্মদ স্মরনে একমিনিট নীরবতা পালন করা হয়।

দুই পর্বে বিভক্ত পুরো অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল কণ্ঠশিল্পী শাম্মী আকতার বাবলী'র উপর ভিডিও বায়োগ্রাফি , শুভেচ্ছা বক্তব্য ও মোড়ক উম্মোচন। দ্বিতীয় পর্বে ছিল শাম্মী আকতার বাবলী'র একক সঙ্গীত অনুষ্ঠান।

ভিডিও বায়োগ্রাফিতে তুলে ধরা হয় শাম্মী আকতার বাবলী'র জীবনী ও সঙ্গীত নিয়ে এই পর্যন্ত পথ চলা। অডিও এ্যালবাম “ নিরব আশা”র মোড়ক উম্মোচন উপলক্ষে কলকাতা ও বাংলাদেশ হতে ভিডিও বার্তা পাঠান শাম্মী আখতার বাবলীর শুভাকাংখী গন।

শাম্মী আকতার বাবলী রবীন্দ্র ভারতী থেকে রবীন্দ্র সংগীতে স্নাতকাত্তর ডিগ্রি প্রাপ্ত। এর পর জাপানের বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ ফুলেল শুভেচ্ছা জানান শাম্মী আকতার বাবলীকে । অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ দুতাবাসের প্রথম সচিব আরিফ , মুন্সী খ আজাদ ,কাজী ইনসানুল হক, খন্দকার আসলাম হিরা, ছালেহ মোহাম্মদ আরিফ,প্রবীর বিকাশ সরকার, নাসিরুল হাকিম, শরাফুল ইসলাম, রেনু আজাদ ও সনদ বড়ুয়া ,সুখেন ব্রম্ম ,নাইম ,ডক্টর ইকবাল প্রমুখ।

কমিউনিটির পক্ষ থেকে শিল্পীকে ক্রেস্ট উপহার দেয়া হয় কমিউনিটির সম্মানিত ব্যাক্তিদের হাত দিয়, তারাই সকলে মিলে বহুল আকাঙ্খিত এ্যালবামের মোড়ক উম্মোচন করেন ।

অনুষ্ঠানটির শুরু জনির উপস্থাপনা দিয়ে শুরু হয় পরবর্তিতে পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন গোলাম মাসুম জিকো। শিল্পী তানিয়া মিথুনের উপস্থাপনায় শুরু হয় দ্বিতীয় পর্ব। এই পর্বে কণ্ঠশিল্পী শাম্মী আকতার বাবলীর শুদ্ধ গানের বিশুদ্ধ গায়কীতে হৃদয় নিংড়ানো সুরের মূর্ছনায় মোহবিষ্টাক্রান্ত আবহের তৈরী করে প্রতিটি গান। প্রতিটি গান দর্শকদের মন ছুয়ে যায়। এই সময় পুরো হল জুড়ে নামে আসে পিন পতন নিরবতা। সাবলীল উপস্থাপনা ও শাম্মীর সুললিত কন্ঠের যাদুতে এই পর্বটি দারুন উপভোগ্য হয়।

কোলকাতার গোল্ডেন ভয়েস এন্টারটেইনমেন্ট থেকে “নীরব আশা”শীর্ষক এই সিডি’র সংগীত পরিচালনা করেছেন অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। প্রযোজনা করেছেন প্রবাসী বাংলাদেশী বিশিষ্ট ব্যাবসায়ী বাদল চাকলাদার এবং নাসিরুল হাকিম।

অনিমেষ বিজয় চৌধুরী , আবু সুফিয়ান জুয়েল এবং মাকে উৎসর্গীকৃত এই সিডিতে মোট আটটি রবীন্দ্র সংগীত গীত হয়েছে। বাংলাদেশ, কলকাতা ও জাপানে পাওয়া যাচ্ছে অডিও এ্যালবামটি। সবাইকে এ্যালবামটি সংগ্রহ করার অনুরোধ রইলো,

আড়াই ঘন্টা ব্যাপী মনমুগ্ধকর অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন গোলাম মাসুম জিকো তাকে সার্বিক ভাবে সহযোগিতা করেন কাজী ইনসানুল হক, আসলাম হিরা, মোল্লা দেলোওয়ার.রতন ,জনি ও রূমন।

শাম্মী আখতার বাবলী অনুষ্ঠান আয়োজনের জন্য জাপানের বাংলা কমিউনিটির কাছে কৃতজ্ঞতা জানান এবং সবার আশীর্বাদ কামনা করেন।

আগত আতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন কণ্ঠশিল্পী শাম্মী আকতার বাবলী'র স্বামী আবু সুফিয়ান জুয়েল।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]

.