প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

সাইতামা প্রিফেকচারে অনুষ্ঠিত হলো মুন্সিগঞ্জ - বিক্রমপুর সোসাইটি,জাপান আয়োজিত ঈদ আনন্দ ২০১৯

 

 

কমিউনিটি রিপোর্ট ।। আগস্ট ২২, ২০১৯ ।।

প্রতি বছরের মতো এবছরও অত্যন্ত আনন্দঘন পরিবেশে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান'র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান 'ঈদ আনন্দ ২০১৯' সম্পন্ন হয়েছে।

তীব্র দাবদাহ উপেক্ষা করে মিসাতো পার্কে সর্ব স্তরের প্রবাসীরা জড়ো হয়েছিলেন ঈদ আনন্দ অনুষ্ঠানে । সাথে যোগ দিয়েছিলেন স্থানীয় জাপানীরা সহ অন্যান্য দেশের সুহৃদরা । এদিন আয়োজন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রী সেলসিয়াস ।

মূলত পবিত্র ঈদুল আজহার মাহাত্ম্য সকলের সঙ্গে সমান ভাগে ভাগ করে নেয়ার জন্য মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান কোরবানির মাংসে আপ্যায়নের মাধ্যমে সমস্ত জাপান প্রবাসীকে একত্রিত করে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে 'ঈদ আনন্দ' নামে অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির চিরাচরিত আবহমান কালের বাংলাদেশের উৎসবের আমেজে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি সম্মান জানিয়ে আপ্যায়নের ম্যানুতেও বৈচিত্র্য রাখা হয়েছিল ।

১৮ আগস্ট রোববার টোকিওর অদূরে সাইতামা প্রিফেকচারের মিসাতো সিটির সবুজে ঘেরা এবং লেক সংলগ্ন মিসাতো পার্কের নির্মল খোলা উদ্যানের মনোরম পরিবেশে এবারের ঈদ আনন্দ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বেশ কয়েক বছর একই স্থানে মুন্সিগঞ্জ –বিক্রমপুর সোসাইটির ঈদ আনন্দ আয়োজনটি হয়ে আসছে।

জাপানে এসময়টাতে এমনিতেই লম্বা ছুটি থাকে। পুরো সপ্তাহব্যাপী জাপান জুড়ে ছুটির শেষ দিন হওয়া সত্বেও ঈদ আনন্দে উদ্বেলিত প্রবাসীরা দিনভর মেতে উঠে ।

বেলা ১.৩০ এর সময় সংগঠনের সভাপতি বাদল চাকলাদার সবাইকে স্বাগত ও ঈদ শুভেচ্ছা জানানোর পর দোয়া মাহফিল শেষে ঈদ আনন্দ আয়োজনের প্রধান আকর্ষণ কোরবানির মাংসে ঈদ আপ্যায়ন পর্বের সূচনা ঘোষণা করেন। বিক্রমপুরের ঐতিহ্যে সবাইকে আপ্যায়ন করানো হয়।

বিনোদন পর্বটি শুরু হয় বেলা ৩টা থেকে। প্রতিবছরের মতো এ বছরও শিশুদের জন্য বিশেষ আয়োজন বিস্কুট দৌড় প্রতিযোগিতা ছিল অন্যরকম আকর্ষণ। অর্ধশতাধিক শিশু এতে অংশ নিয়ে থাকে। আয়োজনে বিশেষ পুরস্কারের পাশাপাশি অংশগ্রহণকারী সকলকে উপহার দেয়া হয়।

প্রতিবছর মহিলাদের জন্য মিউজিক্যাল চেয়ার এং চোখ বাঁধানো অবস্থায় তরমুজ ভাঙা খেলার আয়োজন থাকলেও এ বছর ভিন্নতা আনা হয়। এ বছর মহিলা, পুরুষ উভয়ের সংমিশ্রণে মিউজিক্যাল চেয়ার অনুষ্ঠিত হয় । আয়োজনটি খুবই উপভোগ্য ছিল । সবাই কে হারিয়ে খসরু আলম শ্রেষ্ঠ পুরষ্কারটি অর্জন করে নেন ।

বিনোদন পর্ব পরিচালনা করেন কামরুল আহসান জুয়েল এবং বিনোদন অনুষ্ঠানের পরিকল্পনা এবং সার্বিক দায়িত্বে ছিলেন রাহমান মনি।

সবশেষে সভাপতি বাদল চাকলাদার সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]