প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

গ্রেটার খুলনা কমিউনিটি জাপান আয়োজিত নবান্ন উৎসব

 

 

কমিউনিটি রিপোর্ট ।। ডিসেম্বর ১৪, ২০১৯ ।।

জাপানস্থ “গ্রেটার খুলনা কমিউনিটি জাপান” জাপানে “নবান্ন উৎসব” নামে নবান্ন উৎসবের আয়োজন করে। একটি আঞ্চলিক সংগঠনের ব্যানারে উৎসবটির আয়োজন করা হলেও ধর্ম, বর্ণ, দল, মত, আঞ্চলিকতা নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীরা উৎসবে যোগ দিয়ে আনন্দ উল্লাসে মেতে থাকেন সন্ধ্যা থেকে রাত অবধি ।

ব্যানারে কোন সাল এবং কতো তম উল্লেখ না থাকলেও এটি ছিল সংগঠনটির ব্যানারে দ্বিতীয়তম আয়োজন । এর আগে তারা “নবান্ন উৎসব ১৪২৫” নামে নবান্ন উৎসবের আয়োজন করে।

নবান্ন উৎসবে গুল মোহাম্মদ ঠাকুর ও মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বের নতুন কমিটির অভিষেকটাও সেরে নেয়া হয়েছে একই সাথে। গত ২৪ নভেম্বর একই নামে আরেকটি উৎসবের আয়োজন করা হয়েছিলো টোকিওর অজি হোকু তোপিয়া তে ।

নিজস্ব সংস্কৃতি প্রিয় জাপান প্রবাসীরা জাপানে এপর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসলেও এই উৎসবটি গ্রেটার খুলনা কমিউনিটি জাপান ছাড়া এখনো পর্যন্ত কেহই পালন করার উদ্যোগ নেয়নি। যদিও পিঠা-পুলি বা পিঠা উৎসব নামে বিভিন্ন স্থানে এর আয়োজন হয়ে আসছে।

একটি সময় ছিল যখন বাংলার ঘরে ঘরে অগ্রহায়ণ মাসে নতুন শস্যে বানানো পিঠা-পায়েসের ধুম পড়ে যেত। আমন্ত্রণ জানানো হতো আত্মীয়-পরিজনকে। দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হতো পিঠামেলার। উৎসবমুখর পরিবেশে আসর বসানো হতো পালা গানের। যাকে বলা হতো “নবান্ন উৎসব”।

বাংলাদেশেও প্রথম দিকে কেবল হিন্দু সমাজেই সাড়ম্বরে নবান্ন উৎসব পালিত হলেও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে সকল মানুষের সবচেয়ে অসাম্প্রদায়িক উৎসব হিসেবে বাংলা নববর্ষ উদযাপন এর পরই নবান্ন উৎসব স্থান করে নিয়েছে বর্তমানে। ১৯৯৮ সাল থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে আনুষ্ঠানিকভাবে ‘নবান্ন উৎসব’ব্যাপক আকারে শুরু হয়।

প্রবাসীদের সঙ্গে যোগ দিয়েছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফেয়ারস ও ইকনোমিক মিনিস্টার ডঃ সাহিদা আকতার, এবং প্রথম সচিব (প্রেস ) শিপ্লু রহমান । এছাড়া স্থানীয় জাপানি অতিথিরা তো ছিলেনই।

৮ ডিসেম্বর ২০১৯ রোববার টোকিওর কিতা সিটি তাকিনোগাওয়া কাইকান এ আয়োজিত দ্বিতীয়বারের মতো ব্যতিক্রম এ আয়োজনে জাপান প্রবাসীদের ঢল নেমেছিল। পরিস্থিতি সামাল দিতে আয়োজকদের হিমশিম খেতে হয়। তারপরও আপ্যায়নে কোনো ত্রুটি ছিল না। বরং বেশ আন্তরিকতার সাথেই বিপুলসংখ্যক অতিথিকে আপ্যায়িত করা হয়।

নবান্ন ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ঐতিহ্যবাহী শস্যোৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার-অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম।

‘নবান্ন’ শব্দের আভিধানিক অর্থ হচ্ছে ‘নতুন অন্ন’। নতুন ধান থেকে উৎপাদিত চালে প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসবই হচ্ছে নবান্ন উৎসব। আর অগ্রহায়ণ মাসে নতুন আমন ধানের চালে তৈরি বিভিন্ন পিঠা হচ্ছে নবান্ন উৎসবের অন্যতম উপকরণ।

তাই গ্রেটার খুলনা কমিউনিটি আয়োজিত নবান্ন উৎসবের অন্যতম আকর্ষণ ছিল পিঠা। ১০টি জেলার সমন্বয়ে গ্রেটার খুলনার বিভিন্ন অঞ্চলের ভাবীদের হাতে তৈরি হরেক রকম পিঠা প্রবাসীরা উপভোগ করেছেন বেশ।

জেসমিন সুলতানা কাকলীর নেতৃত্বে অত্র এলাকার ভাবীরা আঞ্চলিকভাবে প্রচলিত পিঠার পুলির তৈরি এবং আপ্যায়নের দায়িত্ব পালন করেন।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]