প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

উত্তরণ- এর ‘থ্যাংকস গিভিং পার্টি’২০২০

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। জানুয়ারি ২৯, ২০২০ ।।

জাপান প্রবাসী বাংলাদেশিদের দ্বারা পরিচালিত অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ, জাপান’ প্রতি বছরের মতো এবারও ‘থ্যাংকস গিভিং পার্টি’বা ধন্যবাদ জ্ঞ্যাপন অনুষ্ঠান এর আয়োজন করে শীতের এক পড়ন্ত বিকেলে।

উত্তরণ-এর কলাকুশলী, পৃষ্ঠপোষক, বিজ্ঞাপনদাতা এবং শুভানুধ্যায়ীদের সৌজন্যে এই ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন। বছরব্যাপী উত্তরণ বিভিন্ন সময়ে যাদের কাছ থেকে বিভিন্ন সহযোগিতা পেয়ে থাকে, তাদের একত্রিত করে এক নৈশভোজের মাধ্যমে আলাপচারিতার মধ্য দিয়ে আরও নিবিড় সম্পর্ক গড়ার জন্য এই থ্যাংকস গিভিং পার্টির আয়োজন করে থাকে।

১৯৮৮ সালের ১১ নভেম্বর প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে অনিয়মিত হলেও সাধারণত বছরের শেষ ভাগে এই আয়োজনটি করে থাকে উত্তরণ।

২৬ জানুয়ারি ২০২০ রোববার টোকিওর অদূরে সাইতামা প্রিফেকচারের সোকা সিটি সেজাকি কম্যুনিটি সেন্টার-এ আয়োজিত সান্ধ্যকালীন এই ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানটি প্রবাসী নেতৃবৃন্দের মিলনমেলায় পরিণত হয়। শুভানুধ্যায়ীদের মধ্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় প্রবাসী মিডিয়া এবং বাংলাদেশি মিডিয়ার জাপান প্রতিনিধিগণও আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন। এ ছাড়াও বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আরিফ মোহাম্মদ সস্ত্রীক অংশ নেন। তিনি দূতাবাসের প্রতিনিধিত্ব করেন।

উত্তরণ প্রাক্তন লিডার যেরোম গোমেজ অতিথিদের স্বাগত ও কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ ছাড়াও দূতাবাসের প্রথম সচিব আরিফ মোহাম্মদ এবং এ,পি,এফ,এস প্রতিষ্ঠাতা কাতসুও ইয়োশিনারি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন নিয়াজ আহমেদ জুয়েল।

উত্তরণ-এর থ্যাংকস গিভিং পার্টির ধারাবাহিকতা এবারও বজায় ছিল। আর তা হলো, উত্তরণ-এর প্রতিষ্ঠিত শিল্পীরা নিজেরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থাকেন। আর অ্যামেচার শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে সিংহভাগই সংগীত পরিবেশন করেন। তাল, লয়-অন্তরার বালাই না থাকলেও বেসুরে গান উত্তরণ শিল্পীরা সহ আমন্ত্রিত অতিথিরা উপভোগ করেন। এ ছাড়াও কৌতুক, আবৃত্তি এবং জাপান শাখা আওয়ামীলীগ সভাপতি সালেহ মোঃ আরিফ এবং সাধারন সম্পাদক খন্দকার আসলাম হিরার কণ্ঠে গান অতিথিদের বিমোহিত করে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেই থেমে থেমে আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে মন্তব্য জানতে চাওয়া ছিল বিশেষ আকর্ষণ। অ্যামেচার শিল্পীদের সঙ্গে যন্ত্রে সহযোগিতা করেন যেরোম গোমেজ, বাবু কোরেশী , পাপ্পু এবং নাসিম।

উত্তরণ-এর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিরত থাকলেও অনুষ্ঠানে প্রারম্ভে খন্দকার ফজলুল হক রতনের কণ্ঠে ঘন্টাব্যাপি একক সংগীত পরিবেশন প্রান জুড়িয়ে যায় অতিথিদের।

পর্দার আড়ালে থাকা একদল কলা-কুশলীর কর্মযজ্ঞের নেতৃত্ব দেন মো. ফজলুর রহমান রতন।

থ্যাংকস গিভিং পার্টিটি ছিল সত্যিকার অর্থেই প্রবাসীদের জন্য এক আনন্দঘন পরিবেশে মিলনমেলা। তাই আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকেও এমন একটি আনন্দঘন পরিবেশ আয়োজন করার জন্য উত্তরণের সকল সদস্যকে প্রাণঢালা শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানানো হয়।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]