প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

করোনা ভাইরাস থেকে মুক্তি কামনায় জাপানে দোয়া কামনা

 

 

কমিউনিটি রিপোর্ট ।। ফেব্রুয়ারি ২৫, ২০২০ ।।

বর্তমান বিশ্বের এক আতংকের নাম মরণ ব্যাধি করোনা ভাইরাস । এই করোনা ভাইরাস থেকে আরোগ্য এবং এর থেকে মুক্তি কামনা ও সতর্কীকরণে জাপানের বিভিন্ন স্থানে‘দোয়া মাহফিল’ এর আয়োজন করা হয়।

২২ ফেব্রুয়ারি ২০২০ শনিবার বাদ এশা টোকিওর অতা সিটি “কামাতা মসজিদ” কমিটি আয়োজিত দোয়া মাহফিল-এ টোকিও ছাড়াও আশপাশের প্রদেশ গুলো থেকে ধর্মপ্রাণ মুসলমানরা তীব্র শীত কে উপেক্ষা করে দোয়া মাহফিলে অংশ নিয়ে থাকেন।

দোয়া প্রার্থনা পূর্ব করোনা ভাইরাস নিয়ে বর্তমান আতংক এবং ইসলামিক দৃষ্টিতে কোরআন ও হাদিসের আলোকে ধর্মীয় বয়ান প্রদান করেন কামাতা মসজিদের ইমাম হাফেজ মোঃ হাবিবুর রহমান। মোনাজাতে হাফেজ মোঃ হাবিবুর রহমান মহান আল্লাহ পাকের দরবারে বলেন হে আল্লাহ তুমি চীন সহ দুনিয়ার সকল মানুষ কে মরণ ব্যাধি করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করো। সবাই কে হালাল খাবার খাওয়ার তৌফিক দান করো, ইসলামিক বিধান মেনে চলার তৌফীক দান করো।

দোয়া মাহফিলে সারা বিশ্বের মুসলিম উম্মার সুখ শান্তি কামনা সহ দেশ ও প্রবাসে বসবাসরত বাংলাদেশীদের সুস্বাস্থ , সুখী ও নিরাপদ জীবন এবং দীর্ঘায়ু কামনা করা হয়।

এ ছাড়াও, রোববার রাতে সাগামিহারা মসজিদেও স্থানীয় বাংলাদেশীদের উদ্যোগে করোনা ভাইরাস থেকে মুক্তি কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। প্রবাসী বাংলাদেশীরা ছাড়াও শ্রীলংকা, পাকিস্তান সহ বিভিন্ন দেশের মুসলিম নাগরিকরা দোয়া প্রার্থনায় শরীক হন।  

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]