প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

সামাজিক দূরত্ব

-------------------------------------
বদরুল বোরহান



"সামাজিক দূরত্ব"- মেনে চলো সকলে,
ব্যাপারটা চলে গেছে না বোঝার দখলে।
কতটুকু দূরত্ব সেটা কেউ বোঝে না,
মিটারের মানেটা কি? সাধারণে খোঁজে না।

মিটারের মানে বলো বোঝে ঠিক ক'জনা?
নয়-ছয় বলে শুধু, ছ'জনা কি ন'জনা।
সাধারণ মানুষের নেই মোটে শিক্ষা,
তাকে যদি দাও তুমি মিটারের দীক্ষা।
না বোঝাটা স্বাভাবিক সাধারণ মানুষে,
বুঝবে কি? যদি বলি "অনু-পরমাণু" সে?
তাই তারা সচেতন নয় কাজে-কর্মে,
করোনা-কে রুখবে সে, কি রকম বর্মে?

তারচেয়ে বলা ভালো, দূরে থাকো দু'হাত,
তা না হলে করোনায় হবেই কুপোকাত।
সাধারণ মানুষেরা এটা ভালো বুঝতো,
করোনায় বাঁচা-মরা, রীতি-নীতি খুঁজতো।
 

 

 

★★★★★★★★

 

 
 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

 

[প্রথমপাতা]