প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

শীতবস্ত্র বিতরণ করলো ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি, জাপান

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। ডিসেম্বর ২৭, ২০২০ ।।


ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপান , জাপানে বসবাসকারী, ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল প্রবাসীদের উদ্যোগে, ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলায় শীতবস্ত্র বিতরন করেন।
ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপান এর সভাপতি জনাব লিপিকা চৌধুরীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গরীব অসহায়, যারা অর্থের অভাবে শীত বস্ত্র কিনতে পারে না,তাদের কথা চিন্তা করে,শীত নিবারনের জন্য, ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি উপজেলায় প্রায় ১ হাজারের বেশি এই শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়।
বিতরনকালিন সময়ে যারা অর্থ দিয়ে,শ্রম দিয়ে এই ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপান" ব্রাহ্মণবাড়িয়ার ৯ টি উপজেলায় শীত বস্ত্র কম্বল বিতরন করেছেন তাড়া হলেন,ব্রাহ্মণবাড়িয়া সদরের এম ডি সবুর ও শরীফ আহম্মদ খাঁন,নবীনগর থানার জিনদপুর গ্রামের গোলাম মোস্তফা বিল্লাল,লাউর ফতেহপুর গ্রামের এম ডি সবুর ,আবু সুফিয়ান জুয়েল,পাঁক হাজীপুর গ্রামের মোস্তাফিজুর রহমান,ইব্রাহিম পুর গ্রামের সুহেল রানা,শ্রীরামপুর গ্রামের ফেরদৌস সরকার,শিবপুরের নাসির উদ্দীন,বাঞ্চারাম পুরের সুহেল খান,আলমঙ্গীর আলমগীর হোসাইন ,তরিকুল ইসলাম,নাসির উদ্দীন, সরাইল থানার সেলিম মিয়া,অপু রায়,নাসির নগর থানার সুমন্ত মজুমদার,বিজয় নগর থানার শিল্পী বেগম,নাহিদা আক্তার জুঁই,আখাউড়া উপজেলার জাফর মাহমুদ,এম ডি সবুর,আশুগঞ্জ উপজেলার ওবায়দুল হক।
কসবা উপজেলার লিপিকা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপান" সভাপতি বলেন,
আমরা দিতে এসেছি, নিতে আসি নাই।এই ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপানের ধারাবাহিকতায় বজায় রাখতে গত রমজানে ও ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপান , ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলার বিভিন্ন এতিমখানায় বিশ হাজার টাকা করে দান করা হয়েছে।এবছর আমরা প্রতিটি উপজেলা ১ হাজারের উপরে শীত কম্বল বিতরন করেছি।আমাদের এই বিতরন কার্যক্রম সামনে আরো বেগবান করা হবে।
লিপিকা আরো বলেন জাপানে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল প্রবাসি ভাই বোন মিলে নিজের দেশের,নিজের সমাজের কল্যানের কাজে এবং গরীব দুস্তদের মাঝে সাহায্যর হাত বাড়িয়ে দেব , যে কেও বিশ্বের যেই কোন দেশে আছেন সবাই মিলে নিজ দেশের জন্য এবং নিজ নিজ জেলার গরীব অসহায়দের জন্য সাহায্যে নিয়ে এগিয়ে আসুন এবং গঠণ মূলক কাজ করুন।
ব্রাহ্মণবাড়িয়া ৯টি উপজেলায় কম্বল বিতরন করার কাজে যারা সেচ্ছা সেবক হিসেবে যাহায্য করে মহান দায়িত্ব পালন করেছেন ওনাদের প্রতি ব্রাহ্মনবাড়িয়া সোসাইটি জাপান আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
সাবাস ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপান আপনাদের এই সুন্দর ও মহত কাজের জন্য অনুপ্রানিত ,দেশবাসি মনে করেন যে প্রবাসি আরো অংগ সংগঠন নিজ দেশের গরীব ও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসবে, প্রবাসি সকল ভাইবোন রেমিটেন্স যোদ্ধাদের প্রতি রইল আমার সংগ্রামী সালাম। আমরা ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপান" দেশবাসী সহ সকলের কাছে দোয়া চাই আমরা যেন সর্বদা গরীব অসহায়দের পাশে সব সময় দাঁড়াতে পারি -তিনি বলেন।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]