প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

শীতার্তদের মাঝে জাপান প্রবাসীদের শীতবস্ত্র বিতরণ

 

 

কমিউনিটি রিপোর্ট ।। জানুয়ারি ১২, ২০২১ ।।

শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়িয়েছেন জাপান প্রবাসি বাংলাদেশী নাগরিকরা।

হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল বাংলাদেশের জনজীবন। ঠাণ্ডা বাতাসের দাপট আর শীতের এই তীব্রতা বেশি কাবু করে অসহায় এবং নিন্ম আয়ের মানুষদেরকে। দু'বেলা আহারের যোগান মিটাতে যাদের হিমশিম খেতে হয়, শীতবস্ত্রের সংস্থান করা তাদের জন্য কষ্টকর।

তাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে, মানুষ মানুষের জন্য এই মর্মে ব্রত হয়ে জাপান প্রবাসী রাহমান মনি’র অনুরোধে সাড়া দিয়ে সহৃদয়বানদের মধ্যে বাদল চাকলাদার (পদ্মা কোম্পানি লিমিটেড), হিমু উদ্দিন (রিও ইন্টারন্যাশনাল), এমডি, এস, ইসলাম নান্নু (এনকে ইন্টারন্যাশনাল), চৌধুরী শাহিন (চৌধুরী ট্রেড ইন্টারন্যাশনাল), মনি এমদাদ (রাইজিং ইন্টারন্যাশনাল), নুর খান রনি, মাহবুব খান এবং মোঃ আশরাফুল ইসলাম শেলি’র আর্থিক সহযোগিতায় মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

১০ জানুয়ারি মুন্সিগঞ্জ শহরাঞ্চল এবং ১১ জানুয়ারি টঙ্গিবাড়ী উপজেলার দিঘীরপার এলাকার চরাঞ্চলে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এছাড়াও একই ব্যক্তিবর্গের সহযোগিতায় সাংবাদিক মোঃ ওয়াসিম ফারুক এর ব্যবস্থাপনায় লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়নে এবং উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

শীতবস্ত্র বিতরন ছাড়াও অসহায় ও দুস্থদের মাঝে শিক্ষা উপকরণ, স্থায়ী আয়ের ব্যবস্থা, বসতঘর তৈরিতে আর্থিক সহযোগিতা করা হবে।

শীতবস্ত্র বিতরণে সহযোগিতায় ছিলেন মোঃ মিজানুর রহমান রঞ্জু, এডভোকেট মোঃ ওমর ফারুক, মোঃ ফাহাদ হাসান অনিক, মোঃ নাইমুর রহমান তমাল, মোঃ সোহরাব হালদার, শাহলম প্রমুখ।

এই প্রকল্পে পার্শ্বে দাঁড়াতে ইচ্ছুক সহৃদয়বান ব্যক্তিদের প্রতি আন্তরিকভাবে আহ্বান জানানো যাচ্ছে।

যোগাযোগের জন্য

রাহমান মনি

০৩-৩৯০৯-২২০৭

rahmanmoni@gmail.com

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]