প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

জাপানে আরও এক প্রবাসীর মৃত্যুঃ প্রবাসে শোকের ছায়া

 

 

কমিউনিটি রিপোর্ট ।। জুলাই ১, ২০২১ ।।

একটি মৃত্যুর শোকের রেশ না কাটতেই জাপান প্রবাসী সমাজে আবার শোকের ছায়া নেমে এসেছে। গত ২২ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ মহিউদ্দিনের মৃত্যুর মাত্র ৮ দিনের মাথায় আরেক প্রবাসীর মৃত্যুর সংবাদে জাপান প্রবাসীরা হতবিহবল। শোকে মুহ্যমান।

২৯ জুন মঙ্গলবার তোচিগি প্রিফেকচারের তোচিগি নিবাসী মোহাম্মদ খায়রুল বাশার চিকিৎসাধীন অবস্থায় উৎসোনোমিয়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

বাংলাদেশের যশোহর জেলার অধিবাসী খায়রুল বাশার এর স্ত্রী এবং ৩ কন্যা সন্তান (বড় মেয়ে বিবাহিতা, মেঝ মেয়ে কানাডা প্রবাসী এবং ছোট মেয়ে মায়ের সাথে বসবাসরত) বসবাস করলেও তিনি একাই জাপানে বসবাস করতেন।

২০ জুন মধ্যরাতে বুকে তীব্র ব্যথা অনুভব করলে পাশের ফ্লাটের বন্ধুর সহযোগিতায় হাসপাতালে গেলে হার্টে ব্লক ধরা পরে এবং অবস্থা সঙ্কটাপন্ন হলে তাৎক্ষনিক অপারেশন শেষে অচেতন অবস্থায় আইসিইউতে বদলী করেন।

চিকিৎসকগণ মূলত ক্লিনিক্যাল ডেড ঘোষণা করে স্বজনদের সব ধরনের প্রস্তুতি নিতে পরামর্শ দেন। অচেতন অবস্থাতেই ২৯ জুন মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৩০ জুন রাত ৯টায় (বাদ এশা) তোচিগি প্রিফেকচারের অয়ামা বাবুল মসজিদে তার জানাজা শেষে জাপানেই তাকে দাফন করা হয়।

করোনাকালীন এই দুর্যোগের কারনে মরদেহ স্বদেশে পাঠানো সম্ভব নয় বলে পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক জাপানেই দাফনের ব্যবস্থা গ্রহন এবং সম্পন্ন করা হয় । 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]