প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ  বর্তমানের কথামালা শিল্প-সাহিত্য

বাংলাদেশ কমিউনিটি

আর্কাইভ

লাইফ স্টাইল

যোগাযোগ

 

 

 

 

‘উত্তরণ’ এর প্রতিষ্ঠা বার্ষিকী ২০২১ পালিত

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। ডিসেম্বর ৮, ২০২১ ।।

প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও নিজস্ব সংস্কৃতি চর্চা এবং বিকাশ প্রকৃত সংস্কৃতি প্রেমী বাংলাদেশী করে থাকেন এবং মুক্ত আকাশ সংস্কৃতি অপচ্ছায়া থাকা সত্বেও প্রবাসে নিজস্ব সংস্কৃতির ছোঁয়া স্বদেশপ্রেমী বাংলাদেশী মাত্রই পছন্দ করে থাকেন । তাই প্রানের টানেই প্রবাসেও গড়ে উঠে নিজস্ব সংস্কৃতি চর্চার জন্য সাংস্কৃতিক সংগঠন ।

জাপান প্রবাসীদের প্রিয় “উত্তরন” বাংলাদেশ কালচারাল গ্রুপ জাপান, তাদের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। সংগঠনটির নামের সাথেই যেনো বাংলা সংস্কৃতি’র একটা অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। প্রবাসে বাংলা সংস্কৃতি খুঁজে পাওয়া যায় তাদের অনুষ্ঠানমালাতেও । নিয়মিত ভাবেই উত্তরণ তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে আসছে।

করোনার এই মহামারীর সময়ে জাপান সরকার প্রদত্ত দিক নির্দেশনা মেনে অনেকটা ছোট পরিসরে প্রতিষ্ঠা বার্ষিকী ২০২১ পালন করে উত্তরণ । লিডার বিশ্বজিত দত্ত বাপ্পা স্বাক্ষরিত দাওয়াত পত্রে হল কর্তৃপক্ষের দিক নির্দেশনার কথা উল্লেখ করে দর্শক আমন্ত্রণে কিছু অপারগতার কথা উল্লেখ করে ক্ষমা প্রার্থনা করা হয়।

কেবল মাত্র আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহনে ৫ নভেম্বর রোববার টোকিওর অদুরে সাইতামা প্রিফেকচারের শোকা সিটি সেযাকি কমিউনিটি সেন্টার-এ সান্ধ্যকালীন আয়োজনে প্রবাসীদের উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না। তার অন্যতম কারন করোনা কালীন সময়ে প্রবাসীদের তেমন কোন আয়োজন ছিল না এবং উত্তরণের আয়োজন মানেই বাংলাদেশীয় সংস্কৃতি উপভোগ করার সুযোগ ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উত্তরণ ম্যানেজার নাজিম উদ্দিন এবং উত্তরণ দলনেতা বিশ্বজিত দত্ত বাপ্পা । উত্তরণ বরাবরই বক্তব্য পর্ব সংক্ষিপ্তকরণে দক্ষতার পরিচয় দিয়ে থাকে। এবারও তার ব্যাতিক্রম ঘটেনি।

শুভেচ্ছা বক্তব্যে ম্যানেজার নাজিম উদ্দিন করোনার এই মহামারীর এই দুঃসময়ে প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজনটি সার্বজনীন করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন । শুভেচ্ছা বক্তব্যে তিনি জাপান প্রবাসীদের অতি পরিচিত মুখ খন্দকার আসলাম হিরার আরোগ্য কামনা করে সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন আয়োজনে তার অবদান এবং উপস্থিতি কৃতজ্ঞতার সাথে স্মরন করেন। এছাড়াও তিনি পৃথিবী আবার আগের সুদিনে ফিরে আসার কামনা করেন ।

দলনেতা বিশ্বজিত দত্ত বাপ্পা বলেন , আমরা উত্তরণ , লালন করি আমাদের ভাষা , কৃষ্টি , সংস্কৃতি এবং আমাদের প্রিয় মাতৃভূমিকে । আমাদের এই অঙ্গীকারে আপনারা যারা ৩৩ বছর ধরে সু পরামর্শ সহ নানান ভাবে সহায়তা দিয়ে আসছেন সেই সকল শুভাকাঙ্ক্ষী , ভক্তকুল এবং দর্শক শ্রোতা মণ্ডলীর কাছে আমরা কৃতজ্ঞ এবং ঋণী । আগামীতেও আমাদের এই অগ্রযাত্রায় আপনারা পাশে থাকবেন এই কামনা করি ।

প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজনটি করোনার কথা বিবেচনায় রেখে সাজানো হয় ।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই বরাবরের মতো নতুন সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। এবছর ২ জন নতুন সদস্য হিসেবে করবী এবং আসিফ কে পরিচয় করিয়ে দেয়া হয় ।

উত্তরণের কয়েকটি বিশেষত্বের মধ্যে অন্যতম হচ্ছে সংগঠনের মধ্যে গণতন্ত্র চর্চা , নতুনদের প্রাধান্য দেয়া , গঠনমূলক সমালোচনার মূল্যায়ন করা এবং সিনিয়রদের সন্মান দেয়া। আর শিশু শিল্পী এবং নতুনদের প্রাধান্য দিতে গিয়ে সিনিয়রদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়। নতুনদের সুযোগ দিতে প্রতিষ্ঠা বার্ষিকীর মতো বাৎসরিক আয়োজনেও অনেক সিনিয়র শিল্পীকে প্রতিভা প্রকাশ থেকে বিরত থাকতে হয়। এবছরও তার ব্যতিক্রম হয় নি।

দেশাত্ববোধক গান (কোরাস ) দিয়ে অনুষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকীর সুচনা উত্তরণের চিরাচরিত ঐতিহ্য ।

রকস্টার খ্যাত শিশু শিল্পী শব্দ’র কণ্ঠে ‘দে দে পাল তুলে দে’ গানটি উপভোগ্য ছিল । উপভোগ্য ছিল ফেসবুক এর সমসাময়িক ঘটনাবলী নিয়ে খন্দকার রুমীর কণ্ঠে নিজের রচনা এবং সুর করা “বোকা মাইয়া” গানটিও ।

এছারাও দর্শক মেতেছে ফিরাইয়া দাও (কোরাস এর সাথে নাচ), মিথুনের কণ্ঠে ‘প্রাণ সখিরে ঐ শোন’, সর্বত মঙ্গল রাঁধে কোরাসটির সাথেও ।

রতন, শরাফুল , যেরম গোমেজ, ছুটির গান এবং ম্যানেজার নাজিমের আবৃতি বরাবরই দর্শক যে উপভোগ করে থাকে তা আর বলার অপেক্ষা রাখে না । মৌসুম দিন দিন তার প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। শিশু শিল্পী নাশরাহ এবারই প্রথমবারের মতো পিয়ানো বাজিয়ে দর্শক প্রশংসা কুঁড়াতে সক্ষম হয়েছে । নতুন হিসেবে করবী এবং আসিফ অনেকটাই সফল বলা যেতে পারে।

সব মিলিয়ে উত্তরণের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনটি সত্যিকার অর্থেই উপভোগ্য ছিল ।

সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় ৩৩টি বছর কেটে যাওয়ার পর কেউ কথা না রাখলেও , উত্তরণের ৩৩টি বছর দর্শক কিন্তু কথা রেখেছে , পার্শ্বে থেকেছে , উৎসাহ দিয়েছে । এবং আশা করা যায় উত্তরণ তাদের বর্তমান ঐতিহ্য ধরে রাখতে পারলে ভবিষ্যতেও দর্শক সমাদৃত হবে।  

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]