প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ  বর্তমানের কথামালা শিল্প-সাহিত্য

বাংলাদেশ কমিউনিটি

আর্কাইভ

লাইফ স্টাইল

যোগাযোগ

 

 

 

 

জাপান পুলিশকে সহায়তা করে প্রশংসিত জাপান প্রবাসী মোঃ জাহিদুল ইসলাম

 

 

কমিউনিটি রিপোর্ট ।। ডিসেম্বর ১৫, ২০২১ ।।

জাপানে পুলিশ-এর কাজে সহায়তার স্বীকৃতি সরুপ প্রশংসা সনদ পেয়েছেন জাপান প্রবাসী বাংলাদেশী তরুণ মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।

বাংলাদেশে কুমিল্লা জেলার , ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের সন্তান মোঃ জাহিদ ।

মোঃ জাহিদুল ইসলাম উচ্চ শিক্ষার্থে জাপান আসেন ২০১৮ সালে ।

টোকিওর অদূরে সাইতামা প্রিফেকচারের ওয়ারাবি নামক শহরে বসবাসরত জাহিদুল পড়াশুনার পাশাপাশি একটি চাকুরী করতে থাকেন । তাই কাজ শেষ বাসায় ফিরতে ফিরতে মধ্যরাত হয়ে যায়। ওয়ারাবি রেল ষ্টেশন থেকে বাসা পর্যন্ত ১২ মিনিট এর পায়ে হাটার পথ।

সেদিন ছিল বুধবার

প্রতিদিনের মতো গত ১৭ নভেম্বর ’২১ বুধবার যথারীতি কাজ শেষে বাসায় ফিরছিলেন জাহিদ । রাত তখন ১টা ( ১৮ নভেম্বর ভোর ) । বাসার প্রায় কাছাকাছি পৌঁছানোর একটু আগে চৌরাস্তার একটি সিগন্যাল এর কাছে ৪০ ঊর্ধ্ব এক মদ্যপকে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখতে পান। পাশেই ছিল তার বাই সাইকেলটি। আর এই কারনে যা চলাচল বন্ধ হয়ে যায়।

প্রথমে কিছুটা কৌতূহল নিয়ে কাছে গেলেও পরক্ষনেই দায়িত্ব বোধ থেকে অচেতন লোকটি কে পাঁজা কোলে করে রাস্তার পাশে নিয়ে আসেন । পরে সাইকেলটিও । আর তাতেই যান চলাচল স্বাভাবিক হয়ে যায় ।

পুলিশকে ফোন করে লোকটির চেতনা ফিরিয়ে আনার জন্য নিজ অভিজ্ঞতা থেকে বুকে চাপ দেয়া সহ বিভিন্ন কৌশল অবলম্বন করতে থাকেন জাহিদ।

অনেক জাপানী পথচারী থাকলেও তারা কেহই অচেতন লোক কিংবা জাহিদকে কোনরূপ সহযোগিতার জন্য এগিয়ে আসেন নি । দু’চারজন অবশ্য পুলিশ কল করায় ব্যস্ত হয়ে পড়েছিলেন বলে জাহিদ সুত্রে জানা যায়। কনকনে শীতের মধ্যেও জাহিদ একাই তার চেষ্টা চালিয়ে যেতে থাকেন।

পুলিশ আসার পর সব কিছু শুনে মাতাল লোকটিকে চিকিৎসার ব্যবস্থা করেন এবং জাহিদের প্রশংসায় মাথা নত করেন। জাহিদ সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হবে বলে জানান ।

তার-ই পরিপ্রেক্ষিতে ১৩ ডিসেম্বর সোমবার সাইতামা পুলিশ প্রশাসন এর পক্ষ থেকে একটি মিলনায়তনে বিভিন্ন মিডিয়ার উপস্থিতিতে পুলিশ এর কাজে সহযোগিতার স্বীকৃতি হিসেবে মোঃ জাহিদুল ইসলাম এর হাতে একটি প্রশংসা সনদ তুলে দেয়া হয় । জাহিদের সাথে বাংলাদেশের নামও উল্লেখ করা হয়।

প্রশংসা পত্রে মাতাল অবস্থায় রাস্তায় ঘুমিয়ে থাকা লোকজনের দ্বারা সৃষ্ট দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহন করে পুলিশকে সহায়তার কথা উল্লেখ করা হয় । 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]