প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ  বর্তমানের কথামালা শিল্প-সাহিত্য

বাংলাদেশ কমিউনিটি

আর্কাইভ

লাইফ স্টাইল

যোগাযোগ

 

 

 

 

জাপানে বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী পালিত

 

 

কমিউনিটি রিপোর্ট ।। ডিসেম্বর ১৮, ২০২১ ।।

যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করেছে জাপানস্ত বাংলাদেশ দূতাবাস ।

'মহান বিজয় দিবস ২০২১ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন যথাযথ মর্যাদার সঙ্গে পালন উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাস, টোকিও এক অনুষ্ঠানমালার আয়োজন করে।

অনুষ্ঠানমালার মধ্যে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন, মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী জাতীয় বীর সন্তানদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, মহান স্বাধীনতাযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও বাংলাদেশের উত্তরোত্তর সুখ, সমৃদ্ধি ও সংহতি কামনা করে বিশেষ মোনাজাত, মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় প্রদত্ত বাণী সমূহ পাঠ ।

সকাল ৯টায় দুতাবাস প্রাঙ্গনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ । এসময় সমবেত কন্ঠে সকলে জাতীয় সংগীত পরিবেশন করেন ।

এরপর মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী জাতীয় বীর সন্তানদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দূতাবাস ভবনের তৃতীয়তলায় বঙ্গবন্ধু কর্ণারে বঙ্গবন্ধুর অবক্ষ ভাস্কর্য উন্মোচন করেন রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ।

ভাস্কর্য উন্মোচন শেষে মহান স্বাধীনতাযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও বাংলাদেশের উত্তরোত্তর সুখ, সমৃদ্ধি ও সংহতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।

বাইরের আনুষ্ঠানিকতা শেষ হলে দূতাবাস মিলনায়তনে 'মহান বিজয় দিবস-২০১৭' উপলক্ষে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী সমূহ পাঠ করে শোনানো হয়।

বানী সমূহ পাঠ শেষে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ শুভেচ্ছা বক্তব্য রাখেন । শুভেচ্ছা বক্তব্যে আলোচনায় রাষ্ট্রদূত শ্রদ্ধার সাথে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নিহত তাঁর পরিবারের সদস্যদের, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের সকল শহিদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রম হারানো সকল বীর মা-বোনদের। তিনি জাপান প্রবাসীসহ সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রম ও প্রাজ্ঞ নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি আজ সমগ্র বিশ্বে স্বীকৃত। করোনা ভাইরাসের মহামারির সঙ্কট মোকাবিলা করেও বাংলাদেশে আশাব্যঞ্জক অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। তিনি উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে অবদান রাখার এবং বাংলাদেশের মর্যাদা অটুট রাখার আহ্বান জানান ।

রাষ্ট্রদূতের শুভেচ্ছা বক্তব্য শেষে বিজয় দিবসের গুরুত্ব অ তাৎপর্যে জাপান শাখা আওয়ামীলীগ বিভিন্ন গ্রুপের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত জাপানী অতিথিরা বক্তব্য রাখেন ।

আলোচনা পর্বে জাপানের সংসদ সদস্য ও ফরেন এফ্যায়ারস কমিটির চেয়ারম্যান মিনোরু কিউচি বলেন “আমি বাংলাদেশে গিয়েছি এবং সেখানে উন্নয়ন দেখে আমি মুগ্ধ”। বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যের শিল্পী ড. ওতসুবো ওসামু, সাবেক রাষ্ট্রদূত মাতসুহিরু হরিগুচি, জাপান বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে, টোকিও সেক্রেড হার্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসাকি ওহাসি, টোকিও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর কিওকো নিওয়া। বক্তারা দুদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক ও বাংলাদেশের উন্নয়ন তুলে ধরেন এবং আশা প্রকাশ করেন ভবিষ্যৎ বাংলাদেশ হবে আরো উন্নত ও আধুনিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ও বাংলাদেশের পরম বন্ধু তাকাশি হায়াকাওয়ার পুত্র ওসামু হায়াকাওয়া।

এরপর মহান মুক্তিযুদ্ধের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় ।

সবশেষে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি হয় ।

দিন শেষে সন্ধ্যায় অনুষ্ঠান মালার দ্বিতীয় পর্বে, বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠের সাথে দূতাবাস পরিবারের সদস্যগণও অনলাইনে সরাসরি শপথ গ্রহণ করেন। পরে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় এবং বিজয় দিবসের কেক কাটা হয় ।

ছবি এবং কৃতজ্ঞতা স্বীকার – বাংলাদেশ দুতাবাস , টোকিও , জাপান ।।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]