[প্রথমপাতা]

 

 

 

জাপানে বিপর্যস্তদের সাহায্যার্থে বাংলাদেশ কমিউনিটির আয়োজন
 

 

কমিউনিটি রিপোর্ট ।। এপ্রিল ৫, ২০১১ ।।

১১ই মার্চের ভয়াবহ ভূমিকম্প ও তার থেকে সৃষ্ট সুনামিতে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে জাপান প্রবাসী বাংলাদেশ কমিউনিটি। দূর্যোগে ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে তলবিল সংগ্রহ করার জন্য বাংলাদেশ কমিউনিটি এক চ্যারিটি কনসার্ট ও পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবির আয়োজন করে।

তাকিনোগাওয়া কাইকানে ৩রা এপ্রিল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন টোকিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত জনাব এ কে এম মজিবুর রহমান ভূঁইয়া। জাপানের ক্ষমতাসীন দলের প্রভাবশালী সংসদ সদস্য, জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশীপ সোসাইটির ভাইস প্রেসিডেন্ট আকিরা ইশিই, জাপান পররাষ্ট্রমন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, জাপান ফরেন করেসপন্ডেস ক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক জনাব মঞ্জুরুল হক, দূতাবাসের কর্মকর্তাগন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক, রাজনৈতিক ও ব্যবসায়ীক সংগঠনের নেতৃবৃন্দ, দেশী-বিদেশী মিডিয়া, সাংবাদিক, টিভি চ্যানেল সহ গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দেশের নাগরিকবৃন্দ।
 


নিয়াজ আহমেদ জুয়েল, মারিকো তাকাহাশি, রাহমান মাহিনুর আইকো এবং জুয়েল আহসান কামরুলের উপস্থাপনা এবং সলিমুল্লাহ কাজলের পরিচালনায় পুরো অনুষ্ঠান বাংলা, জাপানি এবং ইংরেজী ভাষায় ভাষান্তর করে দেয়া হয়। দূর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন মঞ্জুরুল হক, জিয়াউল ইসলাম জিয়া, মীর রেজউল করিম, আবু হোসেন রনি, বাদল চাকলাদার, মুনশি কে আজাদ, আকিরা কামিকাওয়া, আকিরা ইশিই এম.পি. এবং রাষ্ট্রদূত এ কে এম মজিবুর রহমান ভূঁইয়া। বক্তব্যের শুরুতে ১১ই মার্চের ভূমিকম্প, সুনামি এবং পরবর্তীতে যারা নিহত হয়েছেন তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিটি নিরবতা পালন করা হয়।
 


বক্তব্য পর্বের পর দূর্গতদের সাহায্যে অর্থ সংগ্রহ করা হয়। প্রবাসীরা সারিবদ্ধ ভাবে দানবাক্সে অর্থ প্রদান করেন। সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলির মধ্যে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি, বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ প্রবাসী কল্যান সোসাইটি, সার্বজনীন পূজা কমিটি, জাপান বাংলাদেশ সোসাইটি, স্বরলিপি, কামাতা মামালা, বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এবং ব্যবসা প্রতিষ্ঠান গুলোর মধ্যে এন কে ইন্টারন্যাশনাল, হাট কো., রোরিং কোঃ, সাদিয়া টেক, ক্রোস কর্পোরেশন, শাপলা ইন্ডাস্ট্রিজ, ওয়ারাবি ওয়েলফেয়ার এবং এ ছাড়াও আরো অনেক সংগঠন ও প্রতিষ্ঠান এবং জাপানি সহ অনেকে ব্যক্তিগতভাবে দূর্গতদের সাহায্যে এগিয়ে আসেন। চ্যারিটি শো থেকে সর্বোমোট ১,১৭৭,০৭২ ইয়েন (এগারো লক্ষ সাতাত্তর হাজার বাহাত্তর) সংগৃহীত হয়। জমাকৃত অর্থ জাপান রেডক্রস সোসাইটির মাধ্যমে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত হয়।



এরপর স্থানীয় প্রবাসী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সবশেষে ইম্প্রেস টেলিফিল্ম প্রয়োজিত, মোস্তফা সারয়ার ফারুকী পরিচালিত, তিশা অভিনীত জনপ্রিয় বাংলা ছায়াছবি 'থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার' প্রদর্শিত হয়।

বাংলাদেশ কমিউনিটির এই মহতী উদ্যোগ জাপান সরকার ও রাজনৈতিক অংগন এবং স্থানীয় প্রশাসনে সাড়া জাগিয়েছে। বহুদেশ এই সময়ে জাপানের পাশে দাঁড়িয়েছে কিন্তু স্থানীয় প্রবাসীরা সম্মিলিত ভাবে কমিউনিটির ব্যানারে অনুষ্ঠান এটাই প্রথম। জাপানিরা বাংলাদেশের অনুষ্ঠানের প্রশংসা করেন। বাংলাদেশীরা প্রমান করেছে মানুষ মানুষের জন্য।

পুরো আয়োজনে মিডিয়া পার্টনার ছিলো 'সাপ্তাহিক' এবং সহযোগিতায় ছিলো চ্যানেল আই।


 

[প্রথমপাতা]