প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ Saturday, March 30, 2024 19:19 |

 

 

২০২৩ সালে সবকয়টি পর্যবেক্ষণ কেন্দ্রে জাপানে কার্বন ডাই অক্সাইডের মাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছে গেছে

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

জাপানের আবহাওয়া এজেন্সি জানিয়েছে যে গত বছর সারা দেশের সব কয়টি পর্যবেক্ষণ কেন্দ্রে কার্বন ডাই অক্সাইডের মাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছায়। কার্বন ডাই অক্সাইড প্রধান একটি বৈশ্বিক উষ্ণায়ন গ্যাস হিসাবে পরিচিত।

স্থলভাগের যে তিনটি অবস্থানে সংস্থা কার্বন ডাই অক্সাইডের মাত্রা পর্যবেক্ষণ করে সেগুলো হচ্ছে: ইওয়াতে জেলার ওফুনাতো শহর; ওকিনাওয়া জেলার সর্ব দক্ষিণের দ্বীপ ইয়োনাগুনি; এবং ওগাসাওয়ারা দ্বীপমালার সবচেয়ে পূর্ব দিকের দ্বীপ মিনামি তোরিশিমা।

ওফুনাতোতে সারা বছরের গড় ছিল ৪২৫ পিপিএম, ইয়োনাগুনিতে ৪২৪.৪ পিপিএম এবং মিনামি তোরিশিমায় ৪২১.৮ পিপিএম।

সব কয়টি হিসাব হচ্ছে পূর্ববর্তী বছরে ধারণ করা সর্বকালের সর্বোচ্চের চেয়ে বেশি।

১৯৮৭ সালে এজেন্সি ওফুনাতোতে উপাত্ত সংগ্রহ শুরু করার পর থেকে জাপানে কার্বন ডাই অক্সাইড জমা হওয়া ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে।

এজেন্সি একই সাথে জাপানের দক্ষিণ-পূর্ব সমুদ্রের প্রায় ছয় কিলোমিটার উপরে কার্বন ডাই অক্সাইডের মাত্রা পর্যবেক্ষণ করে। কার্বন ডাই অক্সাইডের গত বছরের গড় মাত্রাও সেখানে রেকর্ড সর্বোচ্চ ৪২০.৬ পিপিএমে পৌঁছে গিয়েছিল।

প্রশান্ত মহাসাগরের সমুদ্র পৃষ্ঠের একটি এলাকায় গত বছর কার্বন ডাই অক্সাইডের গড় ছিল ৪২২.৯ পিপিএম, যেটাও হচ্ছে রেকর্ড সর্বোচ্চ। এনএইচকে।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]