প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ  বর্তমানের কথামালা শিল্প-সাহিত্য

বাংলাদেশ কমিউনিটি

আর্কাইভ

লাইফ স্টাইল

যোগাযোগ

 

 

 

 

 

জাপানে বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী ২০২২ পালিত

 

 


কমিউনিটি রিপোর্ট ।। সেপ্টেম্বর ৬, ২০২২ ।।

জাপানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে বিএনপি জাপান শাখা ৪ই সেপ্টেম্বর ২০২২ রোববার এক ভার্চুয়াল আলোচনার সভার আয়োজন করে।

জাপান শাখা বিএনপি সভাপতি আলহাজ্ব নুর এ আলম নুরালীর সভাপতিত্বে এবং নুর খান রনি’র পরিচালনায় পবিত্র কোরআন তেলোওয়াত দিয়ে সভার শুরুতেই দেশের কল্যাণ, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা সহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক সদ্য প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার এর প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর দাঁড়িয়ে একমিনিট নীরবতার মাধ্যমে সকলের প্রতি শ্রদ্ধা জানানো হয় ।

ভার্চুয়াল আলোচনার সভায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটি’র সদস্য গয়েশ্বর চন্দ্র রায় । বিশেষ অতিথি হিসেবে আমার দেশ সম্পাদক এবং প্রাক্তন জ্বালানী উপদেষ্টা মাহমুদুর রহমান মান্নার অংশ নেয়ার কথা থাকলেও সংযোগ দেয়া সম্ভব হয়নি । তবে ফোনে তিনি অনুষ্ঠানের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান।

আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, মোল্লা মোঃ সেলিম মিয়া , আনোয়ার হোসেন রনি ভূঁইয়া , বাবলু মিয়া , মরতুজা , হারুন রাজু , সাদ্দাম হোসেন , জহিরুল ইসলাম , মোস্তাফিজুর রহমান জনি , আবুল খায়ের ভূঁইয়া , শাহাদাত হোসেন রুদ্র , সামসুল হুদা রুমন, আবতাব উদ্দিন , শেখ মাকসুদ আলী, শেখ নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন ডিও, মনি এমদাদ , এমডি এস ইসলাম নান্নু এবং নুর এ আলম নুরালী প্রমুখ ।

ভার্চুয়াল আলোচনার সভায় জাপান বিএনপির পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, একদলীয় শাসন বাকশাল কায়েমের পরে দেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল, সেটি পূরণ করতে স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।

তারা বলেন , দিনে বিএনপি আর রাতে আওয়ামীলীগের সমর্থন, এমন বিএনপি জাপানে করতে দেয়া হবেনা। জাপান বিএনপি হবে আওয়ামী দালাল মুক্ত এবং চাঁদাবাজ মুক্তন, ইনশা আল্লাহ ।

স্বেচ্ছাসেবক দল জাপান এর সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান জনির কারিগরি সহায়তায় অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন এমডি,এস, ইসলাম নান্নু এবং মনি এমদাদ ।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]