প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ  বর্তমানের কথামালা শিল্প-সাহিত্য

বাংলাদেশ কমিউনিটি

আর্কাইভ

লাইফ স্টাইল

যোগাযোগ

 

 

 

 

 

কবি মোতালেব শাহ আইয়ুব এর কাব্যগ্রন্থ’র মোড়ক উন্মোচন

 


কমিউনিটি নিউজ ।। ফেব্রুয়ারি ২১, ২০২৩ ।।

জাপান প্রবাসী কবি মোতালেব শাহ আইয়ুব প্রিন্স এর ১০ম কাব্যগ্রন্থ “একলা মানুষ” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

১৯ ফেব্রুয়ারি রোববার সন্ধায় টোকিওর আকাবানে বুনকা সেন্টার-এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশি কমিউনিটির প্রায় অর্ধশত সাহিত্য প্রেমীর উপস্থিতিতে অত্যন্ত সুন্দর আয়োজনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে আড্ডা টোকিও । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাপান প্রবাসী সিনিয়র সাংবাদিক, সবার পরিচিত মুখ কাজী ইনসান ।

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য দেন কাজী ইনসান। এরপর বইটির মোড়ক উন্মোচন করেন কবি মোতালেব শাহ আইয়ুব প্রিন্স-এর আত্মজা মৃত্তিকা শাহ এবং বইটির প্রচ্ছদ রচনাকারী মাসুক হেলাল এর অনুজ বাহা উদ্দিন বাহার ।

এরপর আগত অতিথিরা কবিকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন । অনেকেই একলা মানুষ বই থেকে কবিতা আবৃতি করেন ।

বক্তারা বলেন, মাইকেল মধুসূদনের মতো প্রবাসে থেকেও কবি মোতালেব শাহ আইয়ুব প্রিন্স স্বদেশ ভাবনায় প্রতিনিয়ত বিভোর থাকেন। বাস্তবে প্রবাসী হলেও মননে একজন কবি।

প্রকৃত লেখক নিজের তাড়নায় লেখালেখি করে । তবে কেউ কেউ সামাজিক দায়বদ্ধতা থেকেও লেখেন। আবার কেউ লেখেন মনের আনন্দে। কবি ও কথাসাহিত্যিক কবি মোতালেব শাহ আইয়ুব প্রিন্স মনের আনন্দে সরল অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে স্বদেশ ও বিশে^র অনন্য সৌন্দর্য কবিতায় তুলে ধরেন।

মোতালেব শাহ আইয়ুব প্রিন্স তার বক্তব্যে সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কবিতা লিখার পেছনের ইতিহাস তুলে ধরেন । এসময় তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ।

কবি মোতালেব শাহ আইয়ুব প্রিন্স এর প্রথম কাব্যগ্রন্থ ‘অচল আধুলী’ ১৯৯৭ সালের জুন মাসে প্রকাশিত হয় ।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]