প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ  বর্তমানের কথামালা শিল্প-সাহিত্য

বাংলাদেশ কমিউনিটি

আর্কাইভ

লাইফ স্টাইল

যোগাযোগ

 

 

 

 

ইসলামিক কালচারাল ফাউন্ডেশন জাপান আয়োজিত ‘তাফসিরুল কোরআন ২০২৩

 

 

কমিউনিটি রিপোর্ট ।। মার্চ ৩, ২০২৩ ।।

জাপানের মতো দেশে ইসলামিক নিয়মনীতি মেনে জীবন ধারণ, কঠিন ঈমানি পরীক্ষার এক অধ্যায় । নিজেরাই যেখানে মেনে চলা দায় সেখানে সন্তানদের ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে বড় করা দূরহ ব্যাপার।

তারপরও সদিচ্ছা থাকলে যে অসম্ভবও সম্ভব করা যায় তার ভুরি ভুরি প্রমান রয়েছে । আর এই জাপানে তাতে সহযোগিতার হাত বাড়িয়েছে “ইসলামিক মিশন জাপান” পরিচালিত ‘ইসলামিক কালচারাল ফাউন্ডেশন জাপান’।

সংগঠনটি জাপানে ইসলাম প্রসারে বিভিন্ন প্রান্তে ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছে ।

মাঝে মাঝে নিজেরা , আবার কখনো বা ইসলামিক স্কলার (মেহমান) আমন্ত্রন করে ।

তারই ধারাবাহিকতায় ইসলামিক মিশন জাপান এর আমন্ত্রনে বাংলাদেশ থেকে এসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. আল্লামা মুহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার , চেয়ারম্যান, সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামী ব্যাংক অফ বাংলাদেশ

প্রফেসর ড. আল্লামা মুহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার সপ্তাহব্যাপী জাপান সফরে তাফসিরুল কোরআন মাহফিলে অংশ নিয়ে ব্যস্ততম সময় কাটান ।

এর মধ্যে ২৫ ফেব্রুয়ারি শনিবার মিয়ে কেন এর কুওয়ানা পাবলিক সেন্টার , ২৬ ফেব্রুয়ারি রোববার দুপুরে টোকিওর কিতা সিটি আকাবানে বিভিও হল , ২৬ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় সাইতামা কেন এর কোশিগায়া সিটি বায়তুল আমান মসজিদ কমপ্লেক্স , ২৭ ফেব্রুয়ারি সম্বার সন্ধায় টোকিওর অতা সিটি কামাতা মসজিদ এর আয়োজনগুলো ছিল অন্যতম । প্রতিটি মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে ‘বিজ্ঞানময় কোরআন’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ।

এছাড়াও ‘লাইফ স্টাইল ইন জাপান ,শরয়ী সমাধান শীর্ষক’ ওয়েবিনার সেমিনার-এ জাপানের মুসলিম মহিলাদের জন্য সরাসরি প্রশ্নোত্তরমূলক অনলাইনে ZOOM & Facebook Live-এ অংশ নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন ।

২৬ ফেব্রুয়ারির দুপুরে টোকিওর কিতা সিটি আকাবানে বিভিও হল-এ আয়োজনটি ছিল গতানুগতিক আয়োজন থেকে কিছুটা ভিন্ন , গুছালো এবং শিক্ষা মূলক।

ইসলামিক মিশন অব জাপান’র সভাপতি ডঃ আজিজ আহমেদ এর সভাপতিত্বে তাফসিরুল কোরআন মাহফিলে বিজ্ঞানময় কোরআন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ছাড়াও আল্লাহ, আল্লাহর একাত্মবাদ , ইসলাম , হারাম-হালাল , দোজখ বেহেশত সম্পর্কে জাপানী ভাষায় শিশু কিশোরদেরকে নিয়ে শিক্ষামূলক আলোচনা করেন সুগিমোতো সেনসেই । ৩ থেকে ৫ বছর বয়সী শিশুদেরকে খেলার ছলে চিত্রকর্মে ব্যস্ত রাখা হয়।

আর এই সুচিন্তিত এবং গঠনমূলক আয়োজনের কারনে প্রবাসীদের গতানুগতিক আয়োজনগুলো ( শিশু কিশোরদের দৌড়াদৌড়ি , হৈ হল্লা মুক্ত ) থেকে অনেক বেশী সুশৃঙ্খল এবং উপভোগ্য ছিল ।।

 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]