প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ  বর্তমানের কথামালা শিল্প-সাহিত্য

বাংলাদেশ কমিউনিটি

আর্কাইভ

লাইফ স্টাইল

যোগাযোগ

 

 

 

 

জাপানে মুসলিম কবরস্থান প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। মার্চ ৮, ২০২৩ ।।

অবশেষে জাপান প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা সফল হতে চলেছে ।

জাপানে প্রবাসী বাংলাদেশীদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ কমিউনিটির একটি “মুসলিম কবরস্থান” প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়েছে ।

৫ মার্চ ’২৩ টোকিওর তোশিমা সিটির ইকেবুকুরো ইকেবিজ হলে উদ্যোক্তাদের ৩য় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় ।

সভা পরিচালনা করেন ইশিগে মসজিদের ইমাম মোঃ সাইদুর রহমান। কবরস্থান প্রতিষ্ঠার গুরুত্ব ও প্রয়োজনীয়তার উপর ধর্মীয় বয়ান করেন বায়তুল আমান মসজিদ কমপ্লেক্স এর খতিব মাওলানা ছাবের আহমেদ এবং কামাতা মসজিদের ইমাম মোঃ হাবিবুর রহমান।

ইতোমধ্যে টোকিওর অদূরে সাইতামা প্রিফেকচারের হোনযো সিটির কোদামা এলাকায় কবর দেয়ার অনুমতি সহ ১২৪ টি কবর দেয়ার উপযোগী যায়গার সন্ধান পাওয়া গিয়েছে। যার ক্রয় মুল্য ৫,০০,০০,০০০ ( ৫ হাজার মান ) ইয়েন।

যোগাযোগ সুবিধা সম্বলিত আরো ভালো যায়গা খোঁজা হচ্ছে।

৫ মার্চ সভায় তাৎক্ষনিক ৩,০০,০০০ (তিন লাখ ) ইয়েন সংগ্রহ সহ ১,০৫,০০,০০০ (এক হাজার পঞ্চাশ মান ) ইয়েন পাওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে।

এরমধ্যে বিশিষ্ট ব্যবসায়ী , সমাজসেবী এমডি এস ইসলাম নান্নু ৫০০ মান , ফারুক ৩০০ মান , এমদাদ ১০০ মান , বশির ১০০ মান এবং মাসুদ রানা ৫০ মান সংগ্রহের প্রতিশ্রুতি দেন ।

ইতোমধ্যে জাপানে পাকিস্তান কমিউনিটি, ইন্দোনেশিয়া কমিউনিটি, ঘানা কমিউনিটি, টার্কিশ কমিউনিটির উদ্যোগে মুসলিম কবরস্থান প্রতিষ্ঠিত হয়েছে ।


 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]