প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ  বর্তমানের কথামালা শিল্প-সাহিত্য

বাংলাদেশ কমিউনিটি

আর্কাইভ

লাইফ স্টাইল

যোগাযোগ

 

 

 

 

কাহাল আর্ট গ্যালারীর আয়োজনে বাংলাদেশের পরম বন্ধূ,কীর্তিমান জাপানী চিত্রকর ফুকুজাওয়া ইকুফুমির সম্মাননা

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। মার্চ ২৩, ২০২৩ ।।

১৯৭২ সাল,জাপান সরকারের উন্নয়ন ও পুনর্গঠন প্রকল্পের স্বেচ্ছাসেবী দলের সদস্য হিসেবে ফুকুজাওয়া সেনসেই প্রায় পঞ্চাশ সদস্যের দলের নেতৃত্ব নিয়ে বাংলাদেশে যান, উদ্দেশ্য ছিলো সদ্য স্বাধীন বাংলাদেশ পূনর্গঠনে কৃষি ব্যাবস্থায় সহযোগিতা প্রদান। দলে কৃষি বিষয়ক এক্সপার্ট থাকলেও জাপানের মর্যাদাবান চারুকলা থেকে সদ্য পাশকরা টগবগে যুবক কিভাবে এই দলে ঢুকলেন সেটার স্মৃতিচারন করতে যেয়ে ফুকুজাওয় সান বলেন, সেটা ছিল আমার জন্য সৌভাগ্যের ঘটনা, না হলে “বাংলাদেশ” আমার কাছে অচেনাই থেকে যেত।

সেবার অবশ্য পুরো সময় জুড়ে ঢাকা,চট্টগ্রাম ও দিনাজপুরে কৃষকদের হাতে কলমে Mitsubishi নির্মিত বিশালদেহী ট্রাক্টর চালনা শেখানো ও অন্যান্য কৃষি বিষয়ক প্রশিক্ষন নিয়েই ব্যাস্ত থাকতে হয়েছে। ছবি তোলার শখটাও ছিল তাই সেই বিদ্ধস্ত বাংলাদেশের অনেক ছবি এখনও তার কাছে সংরক্ষিত।

মাত্র কদিনের এই ভ্রমনেই বাংলাদেশকে গভীরভাবে ভালবেসে ফেলেন। ফিরে এসে বাংলাদেশের দরিদ্র গ্রামীণ মানুষের অর্থনৈতিক স্বনির্ভরতা ক্ষেত্রে কি করা যায় সেই চিন্তা ,পরিকল্পনা ও কর্মতৎপরতা নিয়ে জন্ম হয় Help Bangladesh Committee HBC.শিনজুকুতে রাস্তায় হাত পেতে সংগৃহীত জাপানীদের অনুদান দিয়ে শুরু হয়েছিল HBC এর প্রথম “শিক্ষার্থীদের খাতা পেন্সিল প্রদান” কার্যক্রম।১৯৮২ সালে নাম পরিবর্তন করে হয় “শাপলা নীড়”।এটাই বাংলাদেশে রেজিস্টিকৃত প্রথম জাপানী NGO. ১৯৭২ থেক ২০২৩ প্রায় ৫১ বছর ধরে এই স্বেচ্ছাসেবী, সমবায়ী "শাপলা নীড়" বাংলাদেশের পাশে কাজ করে চলেছে।

সংস্থাটির প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট চিত্রশিল্পী ও গ্রাফিক ডিজাইনার ফুকুজাওয়া ইকুফুমিকে প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হলো কাহাল আর্ট গ্যালারি থেকে। অভিবাদন কাহাল আর্ট গ্যালারীর কর্নধার কামরুল হাসান লিপুকে। ধন্যবাদ রাষ্ট্রদূত মহেদয়কে
এরকম কীর্তিমান একজন জাপানির ক্রেস্ট প্রদান অনুস্ঠানে উপস্হিত থাকার জন্য। রাষ্ট্রদূত মহোদয়ের প্রতি অনুরোধ বাংলাদেশের পরম বন্ধূ এরকম জাপানীদের রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদানের ব্যাবস্থা নিন। অনেকেই লোকাল্তরিত মাত্র ২-৪ জন এখনও জীবিত আছেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথীদের মধ্য থেকে মুনশী আজাদ, প্রবীর বিকাশ সরকার, বিমান কুমার পোদ্দার, কাজী ইনসানুল হক,নাসিরুল হাকিম, মুনশী আর সুলতানা, রওনক জাহান,বাপ্পী প্রমূখ শিল্পীকে স্বাগত জানিয়ে এবং কাহাল আর্ট গ্যালারির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন।

জাপানি শিল্পী ইকুফুমি ফুকুযাওয়া এর আঁকা চারদিন ব্যাপী (১৮-২১ মার্চ,২০২৩)বাংলাদেশের মানুষ, প্রকৃতি ও কবিতা নিয়ে মনোমুগ্ধকর শিল্পকর্ম প্রদর্শনীতে বিপুল সংখক প্রবাসী ও জাপানীদের উপস্হিতি লক্ষ করা গেছে।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]