প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ  বর্তমানের কথামালা শিল্প-সাহিত্য

বাংলাদেশ কমিউনিটি

আর্কাইভ

লাইফ স্টাইল

যোগাযোগ

 

 

 

 

সফলতার সাথে এগিয়ে চলছে নতুন প্রজন্মকে জাপানীজ ভাষায় ইসলামিক শিক্ষা প্রদান কার্যক্রম

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। মার্চ ২৯, ২০২৩ ।।

অত্যন্ত সফলতার সাথে এগিয়ে চলছে নতুন প্রজন্মকে জাপানীজ ভাষায় ইসলামিক শিক্ষা প্রদান কার্যক্রম ।

‘ইসলামিক কালচারাল ফাউন্ডেশন জাপান’ এর উদ্যোগে আয়োজিত জাপানে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে জাপানীজ ভাষায় ইসলামিক শিক্ষা প্রদান কার্যক্রম প্রকল্পটি পরিচালনা করেন ‘মিরাই-নো-হোশি’ প্রকল্প কোর্ডিনেটর নেয়ামত উল্লাহ। জাপানীজ ভাষায় ইসলামিক শিক্ষা প্রদান করেন সুগিমোতো সালমান সেনসেই ।

বৃষ্টি উপেক্ষা করে ২৬ মার্চ রোববার টোকিওর কিতা সিটি আকাবানে বুনকা সেন্টার (বিভিও হল)-এ মাসিক ক্লাশে বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি সত্যিই প্রশংসার দাবী রাখে । দূর দূরান্ত থেকে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে আসেন শুধুমাত্র ইসলামিক জ্ঞানর্জনের জন্য, ইসলামের আলোকে আলোকিত করানোর জন্য ।

পরবর্তী মাসিক ক্লাশ আগামী ৩০ এপ্রিল একই স্থানে অনুষ্ঠিত হবে বলে কোর্ডিনেটর নেয়ামত উল্লাহ জানান।

আগ্রহী অভিভাবকদের নিম্নলিখিত ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নেয়ামত উল্লাহ।

কোর্ডিনেটর ‘মিরাই-নো-হোশি’

ফোন - ০৯০-১০৩৫-১২৮৭


 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]