প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ  বর্তমানের কথামালা শিল্প-সাহিত্য

বাংলাদেশ কমিউনিটি

আর্কাইভ

লাইফ স্টাইল

যোগাযোগ

 

 

 

 

জাপান প্রবাসী আহমদ শাকিলের মৃত্যু

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। মে ১৪, ২০২৩ ।।

মুন্সিগঞ্জ জেলা নিবাসী জাপান প্রবাসী আহমদ শাকিল আর নেই ।

"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন" । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৪ বছর ।

১০ মে বুধবার জাপান পুলিশ কানাগাওয়া কেন, তামা -কু , ইকুতা এলাকায় স্বীয় বাসস্থান থেকে মৃতদেহ উদ্ধার করে । পুলিশ সুত্রে খবর পেয়ে তার ৩ বন্ধু মোঃ সাইফুল ইসলাম, রাজু ইমরান হোসেন এবং সাবেক রুমমেট ফরহাদ হোসেন তার মৃত দেহ শনাক্ত করেন । মৃত্যুর কারন এখনো জানা যায়নি । তবে , দূতাবাসকে অবহিত করা হয়েছে বলে নির্ভর যোগ্য সুত্রে জানা যায় ।

শুক্রবার তামা পুলিশ থেকে মৃতদেহ হস্তান্তর করা হয় । পরিবারের লিখিত সম্মতিক্রমে বাংলাদেশ দুতাবাসের প্রথম সচিব (শ্রম) জয়নাল আবেদিন মৃতদেহ গ্রহন করেন । এসময় কমিউনিটির পক্ষ থেকে তুহিম আহমেদ , বায়তুল আমান মসজিদ কমপ্লেক্স এর খতিব মাওলানা ছাবের আহমেদ এবং মরহুমের বন্ধু শাহরিয়ার ও শাহীন উপস্থিত ছিলেন । পরে , মাওলানা ছাবের আহমেদ প্রথম সচিব (শ্রম) জয়নাল আবেদিন এর কাছ থেকে মৃতদেহ বুঝিয়া নেন ।

শনিবার দুপুর ১টায় গামো মসজিদে জানাজা শেষে ইবারাকি মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য , ২০১৮ সালে শাকিল আহমেদ জাপান আসেন এবং পড়াশুনা ( প্রথমে ২ বছর জাপানিজ ভাষা এবং পরবর্তী ৩ বছর কারিগরি ) শেষ করে এবছর এপ্রিল মাসে একটি কোম্পানিতে (Tokyo Nissan pronce ) যোগদান করেন ।

তিনি মুন্সিগঞ্জ এর গজারিয়া উপজেলার চরবাউশিয়া বড়কান্দি’র ( দক্ষিনপাড়া ) তোতা মিয়াঁর ছেলে ।
ছবি - জাপানবাংলানিউজ এর সৌজন্যে ।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]