প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ  বর্তমানের কথামালা শিল্প-সাহিত্য

বাংলাদেশ কমিউনিটি

আর্কাইভ

লাইফ স্টাইল

যোগাযোগ

 

 

 

 

 

বাংলাদেশ লেডিস সোসাইটি জাপান’র আয়োজনে "সমাজের প্রতি দায়বদ্ধতা এবং আমাদের করনীয়" ওয়েবিনার অনুষ্ঠিত

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। মে ২১, ২০২৩ ।।

প্রবাসে চলমান বিভিন্ন ঘটনাবলী এবং এর প্রতিকার সম্পর্কে “সমাজের প্রতি দায়বদ্ধতা এবং আমাদের করণীয়” শীর্ষক এক ওয়েবিনার সেমিনার অনুষ্ঠিত হয়।

১৯ মে শুক্রবার ‘বাংলাদেশ লেডিস সোসাইটি জাপান’ এর ব্যানারে আয়োজিত ওয়েবিনারে সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নিয়ে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন ।

তনুশ্রী গোলদার বিস্বাস এর সঞ্চালনায় ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ লেডিস সোসাইটি জাপান’র সভানেত্রী জেসমিন সুলতানা ঠাকুর ।

স্বাগত বক্তব্যে তিনি সংগঠনের আদর্শ , উদ্দেশ্য এবং বিগত দিনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনায় সকলের সহৃদয় সহযোগিতা কামনা করেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশেষ অতিথি ওমেন এন্ড ই-কমার্স ট্রাষ্ট এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, এক্টিনো ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট ডঃ ইসমেত আরা, কিউশু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডঃ আশির আহমেদ, বাংলাদেশ লেডিস সোসাইটি জাপান’র প্রধান উপদেষ্টা এবং প্রধান অতিথি শাহিনা আখতার, উপদেষ্টা মুন্সী রোকেয়া সুলতা্না, ফাতেমা রহমান , হ্যাপি এরশাদ ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ,বাংলাদেশ সুপ্রীম কোর্ট -এর আইনজীবী আফরোজা আলম ।

সব শেষে বাংলাদেশ লেডিস সোসাইটি জাপান’র সাধারন সম্পাদক সুরাইয়া তাসনুভা’র ধন্যবাদ জ্ঞ্যাপনের মধ্য দিয়ে ওয়েবিনার সেমিনার এর সমাপ্তি হয় ।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]