|   প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ Monday, November 06, 2023 23:46 |

@

@

জাপানে বহু দেশীয় এবং বহুমাত্রিক সাংস্কৃতিক আয়োজন ২০২৩

@

@

কমিউনিটি রিপোর্ট ।।

গ্লোবাল পিস ফাউন্ডেশন জাপান –এর আয়োজনে টোকিওতে অনুষ্ঠিত হয়েছে বহুদেশীয় এবং বহুমাত্রিক সাংস্কৃতিক উৎসব ২০২৩ । গ্লোবাল পিস ফাউন্ডেশন জাপান –এর আয়োজনে এবারের আয়োজনটির নাম দেয়া হয়েছিল gমাল্টি কালচারাল ওয়ান ফ্যামিলি ফেস্টিভ্যাল ২০২৩h।

এবারের আয়োজনটি ছিল ৭ম বারের মতো । ২০১৫ সালে টোকিওর প্রখ্যাত হিবিয়া পার্কে ১ম বারের মত আয়োজনের মাধ্যমে এর যাত্রা শুরু হয়।

ফেস্টিভ্যাল এ অংশ নিয়ে বরাবরের মতো এবারও প্রবাসী শিশু শিল্পী একাডেমী একঝাঁক শিশু শিল্পী সহ বাংলাদেশী শিল্পীরা বাংলাদেশের মান উজ্জ্বল সহ ভূয়সী প্রশংসা কুঁড়াতে সক্ষম হয়। পুরো আয়োজন জুড়ে বাংলাদেশীদের প্রাধান্য থাকায় আয়োজনটি একটুকরো বাংলাদেশ হিসেবেই পরিচিতি পায় ।

টোকিওর চুও সিটিfর e PLAZA MAAMf-এ আয়োজিত ফেস্টিভ্যাল শুভ সূচনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেস্টিভ্যাল ২০২৩-এর পরিচালক ইসাও তোকুহাশি । এছারাও শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্লোবাল পিস ফাউন্ডেশন জাপান –এর সভাপতি আয়া গোতো ।
@

@


ফেস্টিভ্যাল এ আমন্ত্রিত হয়ে বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি অংশ গ্রহন করেন। এছাড়াও জাপানে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিক এবং স্থানীয় জাপানিরাও অংশ নিয়ে থাকেন।

এবারের আয়োজনেও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের খাদ্য সংস্কৃতিকে তুলে ধরা হয়। এছাড়াও ফিলিপিন্স, থাইল্যান্ড, কোরিয়া, মিয়ানমার, বলিভিয়া , ব্রাজিল, চীন , তাইওয়ান , ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং স্থানীয় জাপানী খাদ্য সংস্কৃতি স্থান পেলেও বাংলাদেশ ছিল থিম কান্ট্রি ।

ডঃ তপন কুমার পাল এর পরিচালনায় gশিশু শিল্পী একাডেমীhর তুষ্টি বণিক, মৃন্ময়ী পাল, শ্রীদিকতা বাড়ৈ, চৈতি সাহা, কাকলী আহমেদ, সানজিদা আহমেদ বরাবরের মতোই দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন। এছাড়াও ১ম বারের মতো অংশ নিয়ে সাদ্দি আহমেদ ও নাশরাহ আহমেদ দর্শক মাতিয়ে রাখেন । বরাবরের মতো এবারও অনুষ্ঠান আলোকিত করেন আফিয়া আঞ্জুম বন্যা ও আনিকা আঞ্জুম অনন্যা ।

সবশেষে বহুদেশীয় এবং বহুমাত্রিক সাংস্কৃতিক উৎসব ২০১৯ এর ভাইস চেয়ার সাপ্তাহিক জাপান প্রতিনিধি রাহমান মনি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন , এখানে আমরা বিভিন্ন দেশের, বিভিন্ন ভাষার , বিভিন্ন বর্ণের এমন কি বিভিন্ন ধর্মেরও , কিন্তু তার চেয়েও বড় সত্য, আমরা সবাই মানুষ এবং একই আল্লাহ্‌র সৃষ্টি । একটি পরিবারের মতো । ২০২৪ সালে আবার দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন

বলাবাহুল্য, গ্লোবাল পিস ফাউন্ডেশন জাপান প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ এবং বাংলাদেশীদের প্রাধান্য বরাবর ই বজায় রয়েছে । স্থানীয় জাপানীদের পর ই রয়েছে বাংলাদেশীদের অবস্থান এবং শুরু (২০১৫) থেকেই ভাইস চেয়ার (দ্বিতীয় প্রধান) এর পদটিতেও বাংলাদেশী রাহমান মনি আসীন রয়েছেন ।

@

@

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

@

[প্রথমপাতা]

@